Wednesday, September 17, 2025
Homeইয়ামাহা নিয়ে এলো নতুন রঙে ঝলমলে R15 সিরিজ – দেখুন দাম ও...

ইয়ামাহা নিয়ে এলো নতুন রঙে ঝলমলে R15 সিরিজ – দেখুন দাম ও ফিচার

ভারতীয় বাজারে ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলের রেঞ্জে এসেছে নতুন রঙের চমক। কোম্পানি তাদের জনপ্রিয় তিনটি মডেল: R15M, R15 Version 4 এবং R15S, এ যুক্ত করেছে একাধিক নতুন কালার অপশন। তবে আকৃতি ও ফিচারের বাইরে বাইকের যান্ত্রিক দিকগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন রঙে ইয়ামাহা R15

নতুন আপডেট অনুযায়ী, R15M মডেল পাওয়া যাবে মেটালিক গ্রে রঙে। আর R15 Version 4 মডেল এসেছে নতুন মেটালিক ব্ল্যাক শেডে, যা গ্রাহকদের চাহিদার ভিত্তিতে আনা হয়েছে। এর পাশাপাশি রেসিং ব্লু ভ্যারিয়েন্টেও নতুন গ্রাফিক্স যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে আগে পাওয়া যাওয়া ম্যাট পার্ল হোয়াইট কালার এবার প্রথমবারের মতো এসেছে ভারতের R15 Version 4–এ। অন্যদিকে, R15S ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে ম্যাট ব্ল্যাক রঙ, সঙ্গে আকর্ষণীয় ভেরমিলিয়ন চাকা।

রঙের সঙ্গে সঙ্গে ইয়ামাহা ঘোষণা করেছে আপডেটেড দামও। নতুন তালিকা অনুযায়ী, R15S মডেলের এক্স-শোরুম মূল্য শুরু হয়েছে ১.৬৭ লাখ রুপি থেকে। R15 Version 4-এর দাম ১.৮৪ লাখ রুপি এবং প্রিমিয়াম R15M মডেল বিক্রি হচ্ছে ২.০১ লাখ রুপিতে।

আরো পড়ুন: ভারতে লঞ্চ হল TVS Ntorq 150, দাম শুরু ১.১৯ লাখ টাকা

যান্ত্রিক দিক থেকে ইয়ামাহা আর১৫ আগের মতোই রয়ে গেছে। বাইকটিতে রয়েছে ১৫৫ সিসি লিকুইড-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ১৮ হর্সপাওয়ার ও ১৪.২ এনএম টর্ক উৎপাদন করে। এর সঙ্গে যুক্ত আছে সিক্স-স্পিড গিয়ারবক্স, কুইক-শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ডেল্টাবক্স ফ্রেমের ওপর তৈরি এই বাইকে সামনে ইউপিএসডি ফর্ক ও পেছনে লিঙ্কড মনোক্রস সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমে রয়েছে ২৮২ মিমি ফ্রন্ট ডিস্ক ও ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক, সঙ্গে এবিএস নিরাপত্তা ফিচার। এছাড়া দুটি রাইডিং মোডও থাকছে অপরিবর্তিতভাবে।

নতুন রঙের সংযোজনের ফলে ইয়ামাহা আর১৫ রেঞ্জ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তরুণ বাইকপ্রেমীদের কাছে। দাম আগের মতো থাকলেও নতুন কালার অপশন নিঃসন্দেহে বাজারে বাইকের জনপ্রিয়তা বাড়াবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ