Wednesday, September 3, 2025
Homeইয়ামাহা এনেছে রেভ ইন সেপ্টেম্বর ২০২৫, ক্যাশব্যাক ও ভ্রমণ সুযোগ

ইয়ামাহা এনেছে রেভ ইন সেপ্টেম্বর ২০২৫, ক্যাশব্যাক ও ভ্রমণ সুযোগ

বাংলাদেশের প্রিমিয়াম জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে নতুন অফার “ইয়ামাহা রেভ ইন সেপ্টেম্বর ২০২৫”। মাসব্যাপী এই বিশেষ অফারে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক, উপহার এবং কক্সবাজার ভ্রমণের সুযোগ। দেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হলো এসিআই মোটরস।

সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশব্যাক

সেপ্টেম্বর উপলক্ষে নির্বাচিত কিছু মডেলের ইয়ামাহা মোটরসাইকেলে থাকছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়াও নির্দিষ্ট মডেলের সঙ্গে দেওয়া হবে এক্সক্লুসিভ ইয়ামাহা টি-শার্ট।

আরো পড়ুন:

বাংলাদেশে লঞ্চ হলো GPX Demon GR250R, রয়েছে বিশেষ অফার ক্রেতারদের জন্য

কক্সবাজার ভ্রমণের সুযোগ

অফারের অংশ হিসেবে Yamaha FZ-S FI ABS V4 বাইক ক্রেতাদের মধ্য থেকে ১০ জন বিজয়ী পাবেন কক্সবাজার ভ্রমণের সুযোগ। বিজয়ীরা ২৫,০০০ টাকার সমমূল্যের ট্রাভেল প্যাকেজে এই ভ্রমণ উপভোগ করতে পারবেন।

ক্যাশব্যাক ও ভ্রমণের পাশাপাশি ক্রেতারা পাবেন আকর্ষণীয় গিফটস। সব অফার কেবলমাত্র ইয়ামাহার অনুমোদিত শোরুম থেকে বাইক ক্রেতাদের জন্য প্রযোজ্য।

Screenshot 2025 09 02 100625
ছবি: স্কিনশট

https://www.facebook.com/Yamahabd

যোগাযোগ

আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল কেনার জন্য এবং অফার সংক্রান্ত বিস্তারিত জানতে নিকটস্থ ইয়ামাহা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ