ইমরান খান এক নাম, যার ভেতরে ক্রিকেট, নেতৃত্ব, রাজনীতি আর মানবিকতার এক অনন্য মিশেল। ১৯৯৫ সালে শওকত খানুম ক্যানসার হাসপাতালের শিশু বিভাগে দাঁড়িয়ে অশ্রুসিক্ত এক মায়ের কাছে যিনি ‘অলৌকিক শক্তির মানুষ’ হয়ে উঠেছিলেন, আজ ২০২৫ সালে কারাগারের ভেতর থেকেও মানুষের হৃদয়ে সেই বিশ্বাস অটুট। এখন তিনি কয়েদি নম্বর ৮০৪ হলেও পাকিস্তানের রাস্তায়-ঘাটে সেই নম্বর লেখা স্যান্ডেল বিক্রি হচ্ছে প্রতিবাদের প্রতীক হয়ে।
কয়েদি নম্বর ৮০৪ থেকে প্রতিবাদের প্রতীক
পেশোয়ারে শুরু, পরে পুরো পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়ে ‘৮০৪’ লেখা স্যান্ডেল। কারাগারে থেকেও ইমরানের জনপ্রিয়তা থেমে যায়নি। বরং মানুষের দাবি, এই স্যান্ডেল যেন তাঁর মুক্তির ডাক হয়ে প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনিত হয়। আগেও ইমরানকে ঘিরে এমন প্রতীকী আন্দোলন হয়েছে ২০১৪ সালে ‘কাপ্তান চপ্পল’, আর এখন ‘কয়েদি নম্বর ৮০৪’।
অলৌকিকতার সূচনা ক্রিকেট মাঠে
১৯৯২ বিশ্বকাপ পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রূপকথার মতো অধ্যায়। একেবারে ব্যর্থতার প্রান্ত থেকে ইমরান খানের নেতৃত্বে দলটা হয়ে ওঠে বিশ্বচ্যাম্পিয়ন। তাঁর ‘কোণঠাসা বাঘ’ দর্শন যেন অলৌকিক শক্তি জুগিয়েছিল সতীর্থদের। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭২ রানের দায়িত্বশীল ইনিংসই লিখেছিল পাকিস্তানের সোনালি সাফল্য। তখন থেকেই সাধারণ মানুষের কাছে ইমরান শুধু ক্রিকেটার নন, বরং এক অলৌকিক নেতা।
আরো পড়ুন : মেসির দুর্দান্ত অ্যাসিস্টে গোলের উদযাপন করছেন আয়েন্দে ও আলবা
হাসপাতাল বানানোর মানবিক স্বপ্ন
মা শওকত খানুম ক্যানসারে মারা যাওয়ার পরই জন্ম নেয় তাঁর জীবনের সবচেয়ে বড় মানবিক প্রকল্প শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল। অভিজাত সমাজ বলেছিল, বিনা খরচে চিকিৎসা দিলে এই হাসপাতাল টিকবে না। কিন্তু আজ পাকিস্তানের সবচেয়ে বড় ক্যানসার হাসপাতালই এটি, যেখানে ৭৫ শতাংশ রোগী বিনা মূল্যে চিকিৎসা পান।
রাজনীতি, কারাগার আর মানুষের বিশ্বাস
পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে আজ কারাগারের কয়েদি তাঁর জীবনে নাটকীয় বাঁক এসেছে একের পর এক। তবুও মানুষ ইমরানকে হার মানায়নি। বরং আজও হাজারো মানুষ বিশ্বাস করে, তিনি আবারও দেশকে দাঁড় করাতে পারবেন। যে বিশ্বাস ১৯৯২ সালে ক্রিকেট মাঠে জন্ম নিয়েছিল, সেটাই আজও তাঁর শক্তি।
অদ্বিতীয় ইমরান খান
জন্মের ৭২ বছর পরও ইমরান খান শুধু একজন মানুষ নন, বরং এক প্রতীক। ক্রিকেট মাঠের অলৌকিক অধিনায়ক, মায়ের নামে গড়া হাসপাতালের মানবিক যোদ্ধা, কিংবা রাজনীতির ঝড়ঝাপটায় বিতর্কিত নেতা সব কিছুর ঊর্ধ্বে তিনি পাকিস্তানিদের মনে আজও সেই অদ্বিতীয় ইমরান খান।