আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার পর গ্রাহকদের জমা অর্থ ফেরতের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ইতোমধ্যেই প্রায় ২৪ হাজার ৬০০ জন গ্রাহককে প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান রয়েছে।
ইভ্যালি বন্ধ হওয়ার সময় জমা ছিল ১৭ কোটি টাকা
২০২১ সালের অক্টোবরে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কার্যক্রম বন্ধ করার সময় গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা নগদের কাছে জমা ছিল। এর মধ্যে এখন পর্যন্ত ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০ টাকা ফেরত দেওয়া হয়েছে। এই অর্থ পেয়েছেন মোট ২৪ হাজার ৬৩০ জন গ্রাহক।
ধাপে ধাপে অর্থ ফেরত
সরকারের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ২০২৩ সালে ১,৬৩১ জন গ্রাহককে ফেরত দেওয়া হয় ৬ কোটি ১৪ লাখ টাকা। পরবর্তীতে ২০২৪ সালে আরও ২২,৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ফেরত দেওয়া হয় ৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার টাকা।
আরো পড়ুন:
কাজলের Maa এবার নেটফ্লিক্সে: কবে থেকে দেখা যাবে পৌরাণিক ভৌতিক এই সিনেমা
এখনো জমা রয়েছে প্রায় ৫ কোটি টাকা
বর্তমানে নগদের কাছে ইভ্যালির গ্রাহকদের ৪ কোটি ৮৬ লাখ টাকার বেশি জমা আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির নির্দেশনা অনুযায়ী এই অর্থও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নগদের অবস্থান
এ বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া বলেন,
“অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা ইভ্যালির পাওনাদার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ইভ্যালির গ্রাহকদের নগদ সিস্টেমে জমা থাকা অর্থ ফেরতের জন্য আমরা সবসময় প্রস্তুত।”