Wednesday, October 22, 2025
Homeইতিহাসের প্রথম টাই বাংলাদেশের-সোহানের ক্যাচ কি বদলে দিল সবকিছু

ইতিহাসের প্রথম টাই বাংলাদেশের-সোহানের ক্যাচ কি বদলে দিল সবকিছু

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দেখা মিলল টাই ম্যাচ ও সুপার ওভার তবু হাসি ফোটেনি টাইগার শিবিরে। শেষ বলে নুরুল হাসান সোহানের হাতে উঠে এসেছিল জয়ের সুযোগ, কিন্তু হাত ফসকে বেরিয়ে যায় বল। সেটিই ম্যাচ ঘুরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। সোহানের ওই ক্যাচ মিস নিয়েই এখন সরব ক্রিকেট মহল, আর এ নিয়ে মুখ খুলেছেন সৌম্য সরকার।

মঙ্গলবার রাতে রোমাঞ্চে ভরা ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৫ রান। বোলিংয়ে আসেন সাইফ হাসান। প্রথম দুই বল ডট দেওয়ার পর দুই সিঙ্গেলে ফিরিয়ে আনেন ক্যারিবীয়রা। এরপর আকিল হোসেইনকে বোল্ড করে ম্যাচের ভারসাম্য ফেরান সাইফ।

শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। নতুন ব্যাটার খারি পিয়েরে বল তুলে দেন আকাশে দৌড়ে এসে সেটি ধরতে যান নুরুল হাসান সোহান, কিন্তু বল হাত ফসকে মাটিতে পড়তেই দুই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচের ফলাফল টাই হয়ে যায়।

সে ক্যাচটি ধরা গেলে অলআউট হয়ে যেত ক্যারিবীয়রা, আর বাংলাদেশ জিতত নিজেদের ইতিহাসের সবচেয়ে কম রানের ব্যবধানে এক ম্যাচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন,ক্যাচটা অবশ্যই টার্নিং পয়েন্ট হতে পারত। একটা ক্যাচই সবকিছু না, তবে এটা ধরতে পারলে আমরা জিততাম। ক্যাচটা কঠিন ছিল, সোহান ভালো ট্রাই করেছে।

সৌম্যের এই মন্তব্যের পর আলোচনায় এসেছে আরেকটি বিষয় সোহানের কাছাকাছি অবস্থানে থাকা মোস্তাফিজুর রহমানও ক্যাচটির দিকে দৌড় দিচ্ছিলেন। অনেকে মনে করছেন, মোস্তাফিজের জন্য সেটি তুলনামূলক সহজ হতে পারত। যদিও এ বিষয়ে কিছু বলেননি সৌম্য।

অরো পড়ুন : রেকর্ড রান করেও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে পরাজয়

টাই ম্যাচের পর প্রথমবারের মতো সুপার ওভারে নামে বাংলাদেশ। তবে সেখানে ব্যাটিং ব্যর্থতায় জয় ধরা দেয়নি।
বিশ্লেষকদের মতে, শেষ বলে সোহানের ক্যাচ ধরতে পারলেই ইতিহাস লিখত টাইগাররা সুপার ওভার নয়, রোমাঞ্চের জয়ের গল্প নিয়েই ফিরত ড্রেসিংরুমে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ