Wednesday, September 17, 2025
Homeইউটিউব লাইভে নতুন যুগ: একসঙ্গে হরিজন্টাল-ভার্টিকাল স্ট্রিম ও সাইড-বাই-সাইড বিজ্ঞাপন

ইউটিউব লাইভে নতুন যুগ: একসঙ্গে হরিজন্টাল-ভার্টিকাল স্ট্রিম ও সাইড-বাই-সাইড বিজ্ঞাপন

ইউটিউব লাইভে আসছে একের পর এক পরিবর্তন। সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে ক্রিয়েটররা একসঙ্গে হরিজন্টাল ও ভার্টিকাল দুই ফরম্যাটে স্ট্রিম করতে পারবেন। এই নতুন সুবিধা ইউটিউব ব্যবহারকারীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা আনবে এবং বিশেষ করে মোবাইল দর্শকদের জন্য হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

হরিজন্টাল ও ভার্টিকাল লাইভ একসঙ্গে

ইউটিউব লাইভে নতুন যুগ একসঙ্গে হরিজন্টাল ভার্টিকাল স্ট্রিম ও সাইড বাই সাইড বিজ্ঞাপন 2
ছবি: নাইনটুফাইভ গুগল

ইউটিউব জানায়, নতুন আপডেটে একসঙ্গে দুই ফরম্যাটে লাইভ স্ট্রিম করা সম্ভব হবে। একই সঙ্গে থাকবে শেয়ার করা চ্যাট অপশন, যা দর্শকদের জন্য লাইভ অভিজ্ঞতাকে করবে আরও ইন্টারঅ্যাকটিভ। মোবাইল স্ক্রিনে ভার্টিকাল স্ট্রিম আলাদা করে ক্রপ করে দেখানো হবে, ফলে ব্যবহারকারীরা পাবেন অপ্টিমাইজড ভিউ। ধাপে ধাপে এই সুবিধা আরও বেশি ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করা হবে।

রিঅ্যাকশন স্ট্রিম ও সাইড-বাই-সাইড বিজ্ঞাপন

শুধু দ্বিমুখী স্ট্রিমিং নয়, ইউটিউব এবার রিঅ্যাকশন স্ট্রিমের সুবিধাও সহজ করছে। এর মাধ্যমে অন্য কোনো ক্রিয়েটর বা সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে লাইভের পাশাপাশি ভার্টিকাল স্ট্রিম করা যাবে। আগামী বছর থেকে এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হবে।

আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ১৮ সেপ্টেম্বর ২০২৫: কোথায় বৃষ্টি, কোথায় রোদ?

অন্যদিকে, বিজ্ঞাপনের নতুন ধাপে ডেস্কটপ ও টিভি স্ক্রিনে লাইভ ভিডিওর পাশে (সাইড-বাই-সাইড) বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। পরবর্তী সময়ে এটি মোবাইলসহ আরও প্ল্যাটফর্মে যুক্ত হবে।

মেম্বার-অনলি লাইভ ও এআই সাজেশন

ইউটিউব লাইভে নতুন যুগ একসঙ্গে হরিজন্টাল ভার্টিকাল স্ট্রিম ও সাইড বাই সাইড বিজ্ঞাপন 3
ছবি: নাইনটুফাইভ গুগল

ক্রিয়েটরদের জন্য বিশেষ আকর্ষণীয় একটি ফিচার হলো “মেম্বার-অনলি লাইভ”। এর মাধ্যমে পাবলিক স্ট্রিম সরাসরি ট্রানজিশন করে শুধু পেইড মেম্বারদের জন্য প্রাইভেট লাইভে রূপান্তর করা যাবে। এই ফিচার ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।

এছাড়া, এআই এখন থেকে লাইভের কোন অংশগুলো শর্টস হিসেবে ব্যবহারযোগ্য হতে পারে, তা সাজেস্ট করবে। ফলে ক্রিয়েটররা সহজেই ছোট ভিডিও তৈরি করে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবেন।

নতুন ক্রিয়েটরদের জন্য প্র্যাকটিস মোড

নতুন ক্রিয়েটরদের কথা মাথায় রেখে ইউটিউব অ্যাপেই যুক্ত হচ্ছে “প্র্যাকটিস লাইভ” মোড। এর মাধ্যমে লাইভে যাওয়ার আগে বিভিন্ন সেটআপ ও টুলস পরীক্ষা করার সুযোগ থাকবে। বছরের শেষের দিকে এটি সবার জন্য চালু হবে।

সব মিলিয়ে ইউটিউব লাইভের এই পরিবর্তনগুলো কনটেন্ট ক্রিয়েটর ও দর্শক উভয়ের জন্যই নতুন দিগন্ত উন্মোচন করবে। একসঙ্গে হরিজন্টাল ও ভার্টিকাল স্ট্রিম, সাইড-বাই-সাইড বিজ্ঞাপন, মেম্বার-অনলি লাইভসহ একাধিক আপডেট ইউটিউব লাইভকে আরও আকর্ষণীয় করে তুলবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ