ইংল্যান্ডের সিরিজ জয়ে ইতিহাস গড়লেন বেথেল
ডাবলিনে সিরিজের রঙিন সমাপ্তি
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাকি দুটি ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় থ্রি লায়নরা। আর এই জয়ের পেছনে যুক্ত হলো ইতিহাস কারণ ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হয়ে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলেন তরুণ জ্যাকব বেথেল।
আয়ারল্যান্ডের লড়াই থেমে গেল ১৫৪ রানে
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডায়ারের ব্যাটে আসে দ্রুত ৩০ রান। অ্যাডায়ার ঝড়ো ২৩ বলে ৩৩ রান করে ফিরলেও মাঝখানে হ্যারি ট্যাক্টরের ২৮ ও শেষদিকে গ্যারেথ ডিলানির ২৯ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৪ রান। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ নেন ৩ উইকেট, আর ওভারটন ও ডসন নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় নেমে শুরুতে উইকেট হারালেও তৃতীয় উইকেটে ফিল সল্ট ও জর্ডান কক্স ৫৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন। সল্ট ২৩ বলে ২৯ রান করে ফিরলেও কক্স খেলেন দুর্দান্ত ইনিংস। চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৫ রান করেন তিনি, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম ফিফটি।
শেষদিকে টম ব্যান্টনের ২৬ বলে অপরাজিত ৩৭ রানে সহজেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। রেহান আহমেদ ৭ রানে অপরাজিত থাকেন তার সঙ্গে।
আরো পড়ুন : ফখর জামানের আউট নিয়ে বিতর্ক: বল মাটি ছুঁয়েছিল বলে দাবি পাকিস্তান অধিনায়কের
এই জয়ে শুধু সিরিজই নয়, ইতিহাসের পাতায় নাম লিখলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তিনি শুধু নেতৃত্বই দিলেন না, বরং সিরিজ জয়েও দলকে এগিয়ে নিলেন। এটাই তার অধিনায়কত্ব ক্যারিয়ারের স্মরণীয় সূচনা।
এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত।