Monday, October 6, 2025
Homeআহমেদাবাদ টেস্টে আড়াই দিনেই ইনিংস জয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

আহমেদাবাদ টেস্টে আড়াই দিনেই ইনিংস জয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

আহমেদাবাদ টেস্টে আড়াই দিনের মধ্যেই জয় তুলে নিয়েছে ভারত। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ইনিংস ও ১৪০ রানে। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ক্যারিবীয়রা ১৬২ ও ১৪৬ রানে গুটিয়ে যায়। সিরাজ ও জাদেজার দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষের কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি।

আহমেদাবাদ টেস্টে আড়াই দিনেই ইনিংস জয়ে ভারত

নিউজ কনটেন্ট

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত আধিপত্য দেখিয়েছে ভারত। মাত্র আড়াই দিনেই তারা ম্যাচ জিতে নিয়েছে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫*) ও রবীন্দ্র জাদেজা (১০৪*) এই তিন সেঞ্চুরিতে ভর করে ভারত দ্বিতীয় দিন শেষ করে ৫ উইকেটে ৪৪৮ রানে। তৃতীয় দিনে আর ব্যাট করতে নামেনি স্বাগতিকরা, ঘোষণা করে ইনিংস।

এরপর ক্যারিবীয় ব্যাটারদের শুরু থেকেই চাপে ফেলেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ (৪ উইকেট) ও জাসপ্রিত বুমরাহ (৩ উইকেট)-এর গতি সামলাতে না পেরে ১৬২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

ফলো-অন এড়াতে না পেরে দ্বিতীয় ইনিংসে নেমে আরও ভেঙে পড়ে অতিথিরা। ৪৫.১ ওভার টিকতে পেরে ১৪৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। এবার জাদেজা ৫৪ রানে নেন ৪ উইকেট, সিরাজের ঝুলিতে যায় ৩ উইকেট।

আরো পড়ুন : ১৪১ বলে ৩১৪ রানের ইনিংসে ইতিহাসে নাম লিখালেন অস্ট্রেলিয়ার হারজাস

ক্যারিবীয়দের হয়ে অ্যালিক অ্যাথানেজ সর্বোচ্চ ৩৮ রান করেন, জাস্টিন গ্রিভস ২৫ এবং জেইডন সিলস যোগ করেন ২২। তবে ম্যাচের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। দিনের চা বিরতির আগেই জয় উদযাপন করে ভারত।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ