Friday, October 17, 2025
Homeআমাদের ডিভোর্স হয়নি: মাহিয়া মাহি ও রকিব সরকারের সম্পর্ক নিয়ে নতুন প্রকাশ

আমাদের ডিভোর্স হয়নি: মাহিয়া মাহি ও রকিব সরকারের সম্পর্ক নিয়ে নতুন প্রকাশ

দেড় বছর আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই ঘোষণার পর থেকে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। তবে সম্প্রতি ছেলেকে নিয়ে রকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় আসেন মাহি। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের ঝড়—তাহলে কি আবার এক হয়েছেন মাহি ও রকিব সরকার?

ডিভোর্স হয়নি, বললেন মাহিয়া মাহি

রাইজিংবিডির সঙ্গে এক আলাপচারিতায় মাহি জানিয়েছেন, তাদের ডিভোর্স হয়নি। তিনি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।”
এই বক্তব্যে ভক্তদের মনে নতুন করে আশা জাগিয়েছে যে, হয়তো পুরোনো সম্পর্কের বরফ আবারও গলতে শুরু করেছে।

রাগের মাথায় বিচ্ছেদের ঘোষণা

আমাদের ডিভোর্স হয়নি মাহিয়া মাহি ও রকিব সরকারের সম্পর্ক নিয়ে নতুন প্রকাশ 2
ছবি: সংগৃহীত ইনস্টাগ্রাম থেকে

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তখন তিনি বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।”

তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে মাহি জানান, আসলে সেই সময় রাগের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তিনি। “আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি; নিয়মিত যোগাযোগ হচ্ছে,” বলেন মাহি।

আরো পড়ুন:

আগামীকালের আবহাওয়া ১৮ অক্টোবর ২০২৫: কিছু এলাকায় বৃষ্টি, সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে

আজকের সোনার দাম – ১৭ অক্টোবর ২০২৫

নেটিজেনদের প্রশ্ন ছিল—একসঙ্গে ফ্রেমবন্দি হলেন কীভাবে? বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।”

ভালোবাসায় ভরা সেই ছবি

আমাদের ডিভোর্স হয়নি মাহিয়া মাহি ও রকিব সরকারের সম্পর্ক নিয়ে নতুন প্রকাশ 3
ছবি: সংগৃহীত

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রকিব সরকারের সঙ্গে তোলা অসংখ্য ছবি শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে স্বামী ও ছেলেকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেন, “মাশা আল্লাহ। ”অবাক করার বিষয় হলো, মাহির কিছুক্ষণ আগে একই ছবি পোস্ট করেন রকিব সরকারও। ফলে নেটিজেনরা ধরে নিয়েছেন—মাহি ও রকিবের সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক ও স্থিতিশীল।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ