বিটিআরসি থেকে একটি ঘোষণা দিয়েছেন ১৬ ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে আর কোন আনঅফিসিয়াল ফোন থাকবে চলবে না। বর্তমানে ফোনের মার্কেটগুলোতে দেখা যাচ্ছে যাদের বাজেট একটু কম। কিন্তু তারা হায়ার রেঞ্জের ফোনগুলো ব্যবহার করতে চায়। তারা ১৬ই ডিসেম্বরের আগেই যে কোন ভাবে টাকা ম্যানেজ করে একটি ফোন কিনে কিনতে এসেছেন।
কারণ এই সকল কাস্টমার মনে করছেন যদি আনঅফিসিয়াল ফোন ক্রয় করি তাহলে দাবি ফোন গুলো ব্যবহারের ফিলটা নিতে পারি। একটি অফিশিয়াল ফোন কিনতে গেলে এর থেকে দ্বিগুণ দাম দিতে হয়। যার কারণে সকলে আনঅফিসিয়াল ফোন গুলো ব্যবহার করে থাকেন।
আরো পড়ুন: আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল
অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন গুলোর বিষয়ে বিক্রেতা বলছেন আমাদের দেশে হায়ার রেঞ্জের ফোনগুলো আসে না। যে ফোনগুলো আসে সেগুলো অনেক দাম যার কারণে কাস্টমাররা সে ফোনগুলো কিনতে পারেনা। আনঅফিসিয়াল ফোনের মার্কেটে অন্তত ১০ থেকে ১৫ লাখ মানুষ জড়িত। এই ফোনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মানুষগুলো বেকার হয়ে যাবে। তাই সরকারের এই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত একটু সিথিল করা প্রয়োজন।

