মাদ্রিদ ডার্বি মানেই উত্তেজনার আগুন, আর সেই আগুনে এবার পুড়ে ছাই হয়ে গেল রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদ দুর্দান্ত লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে দিল ৫-২ গোলে, যা রিয়ালের চলতি মৌসুমের প্রথম হার। রবিন লে নরমান্দের শুরুর গোলে এগিয়ে গিয়ে, পরে গ্রিজমান–আলভারেজদের দাপটে ম্যাচে আধিপত্য দেখায় আতলেতিকো। এই জয়ে তারা টানা ছয় ম্যাচে লিগে রিয়ালের বিপক্ষে অপরাজিত থাকল।
আতলেতিকো মাদ্রিদের দাপটেই রিয়ালের প্রথম হার
ম্যাচের শুরু থেকেই উগ্র লড়াই চলছিল দুই মাদ্রিদ জায়ান্টের মধ্যে। ১৪ মিনিটে রবিন লে নরমান্দের হেডে এগিয়ে যায় আতলেতিকো। তবে কিলিয়ান এমবাপে ও আরদা গুলারের দ্রুত দুই গোলে লিড নেয় রিয়াল। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই আলেকজান্ডার সোরলোথের মাথা থেকে সমতায় ফেরে আতলেতিকো।
আরো পড়ুন : এনসিএল টি-টোয়েন্টি: মাহমুদুল-শাহাদাতের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের দুর্দান্ত জয়
দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজের পেনাল্টি ও ফ্রি–কিকের জোড়া গোলেই ম্যাচ ঘুরে যায় পুরোপুরি। শেষদিকে আন্তোয়ন গ্রিজমান নিশ্চিত করেন রিয়ালের লজ্জাজনক ৫-২ হারের চিত্র। পুরো অর্ধে রিয়াল একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।
লিগ টেবিলে পাল্টে গেল চিত্র
হার সত্ত্বেও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পেছনে আছে বার্সেলোনা, হাতে রয়েছে একটি ম্যাচ। অন্যদিকে আতলেতিকো ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। এই জয় ডিয়েগো সিমিওনের শিষ্যদের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিল।