বার্সেলোনা ইউরোপসেরার মঞ্চে ফিরেছে নতুন উদ্যমে। বেলজিয়াম অভিযানে বার্সা এবার নামছে ১৩০০ জনের বিশাল বহর নিয়ে, যেখানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাব সদস্য সবাই মিলে এক দল। অন্যদিকে, জার্মান জায়ান্ট ডর্টমুন্ড প্রস্তুত ম্যানচেস্টার সিটির ভয়ঙ্কর আর্লিং হলান্ডকে থামাতে। ইউরোপীয় রাতের এই দুই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
বার্সেলোনার বেলজিয়াম মিশন: ইয়ামালকে বিশ্রাম দিতে পারেন ফ্লিক
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ‘স্পোর্টস হার্নিয়া’ চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও, লা লিগায় এলচের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষে আজ রাতে কোচ হান্সি ফ্লিক হয়তো তাঁকে বিশ্রাম দিতে পারেন।
‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী ইয়ামালকে অতিরিক্ত চাপ থেকে বাঁচাতে চাইছেন ফ্লিক। তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ব্রুগার বিপক্ষে তাঁকে হয়তো শুরুতে নামানো হবে না।
বার্সার সাম্প্রতিক ফর্ম মিশ্র। গত পাঁচ ম্যাচে তিনটিতে হেরে তারা এখন ঘুরে দাঁড়াতে চায়। এলচেকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলেও, ইউরোপীয় আসরে এখনো অনেকটা পথ বাকি। তবে ব্রুগার বিপক্ষে বার্সার অতীত সুখকর—২০০২-০৩ মৌসুমে দুটি ম্যাচেই জিতেছিল কাতালান ক্লাবটি।
কোচ ফ্লিক আজ রবার্ট লেভানডফস্কিকে বিশ্রাম দিয়ে ফেরান তোরেস ও মার্কাস রাশফোর্ডকে আক্রমণে নামাতে পারেন। মাঝমাঠে দেখা যেতে পারে ফ্রেঙ্কি ডি ইয়ং, ফেরমিন লোপেজ ও মার্ক কাসাদোকে। তিন ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্টে নবম স্থানে আছে বার্সা।
হলান্ডকে ঠেকানোর চ্যালেঞ্জে ডর্টমুন্ড
অন্যদিকে, ইউরোপীয় মঞ্চের আরেক আলোচিত ম্যাচ আজ রাতে ম্যানচেস্টার সিটি বনাম ডর্টমুন্ড। আর্লিং হলান্ডের জন্য এটি যেন পুরনো দলের বিপক্ষে এক পুনর্মিলনী যুদ্ধ।
২০২২ সালে ডর্টমুন্ড ছেড়ে সিটিতে যোগ দেওয়ার পর এবার আবার পুরনো সতীর্থদের বিপক্ষে নামছেন নরওয়েজিয়ান এই গোলমেশিন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা ১৭!
তবে ডর্টমুন্ডও চুপ করে নেই। জার্মান ক্লাবটি শেষ চার ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে তিনটিতেই জয় পেয়েছে। তবু ইতিহাস বলছে, গার্দিওলার দল নিজেদের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে শেষ ১১ ম্যাচে অপরাজিত। এবারও তাই সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এক অগ্নিপরীক্ষায় নামছে দুই দল।
আরো পড়ুন :ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা
চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় দুই দলেরই সমান ৭ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড, তবে সিটির হোম ফর্ম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
ইউরোপীয় রাতের লড়াইয়ে উত্তেজনার ঝড়
একদিকে তরুণ প্রতিভায় ভরপুর বার্সা, অন্যদিকে অভিজ্ঞতা ও শারীরিক শক্তিতে এগিয়ে সিটি। ক্লাব ব্রুগা ও ডর্টমুন্ডের জন্য আজকের রাত হতে পারে নিজেদের সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ।
ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষা করছেন ইয়ামালকে ছাড়াই কি বার্সা জয়ে ফিরবে? আর পুরনো ক্লাবের বিপক্ষে হলান্ড কি আবারও গোল করে শিরোনাম হবেন?

