Sunday, October 19, 2025
Homeআজ থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

আজ থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনেই সম্পন্ন করা যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন অনলাইনে, সময় ২৩ অক্টোবর পর্যন্ত

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হলে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। এরপর প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি প্রদান করতে হবে।

আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের একটি মোবাইল নম্বর দিতে হবে, যাতে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।

বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল পেমেন্টেই ফি পরিশোধ

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে যেসব বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে পারবেন। এক্ষেত্রে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

আরো পড়ুন: রাবি ছাত্রীদের ৬ হলেই শীর্ষ পদে জয় ইসলামী ছাত্রীসংস্থার

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে। ফি প্রদানের সম্পূর্ণ নির্দেশনা ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে বিস্তারিতভাবে দেওয়া আছে। ফি জমা দেওয়ার পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্ত করতে হবে।

তবে একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১৬ অক্টোবর প্রকাশিত হয় এইচএসসি ফলাফল

এর আগে গত ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারেন।

চলতি বছর মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ২ লাখ ৯১ হাজার ২৪১ জন শিক্ষার্থী অংশ নেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন শিক্ষার্থীদের জন্য নিজেদের ফলাফল পুনর্বিবেচনার একটি সুযোগ এনে দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ