আজকের সোনার দাম! আজ ৬ মার্চ ২০২৫, বাংলায় ২১ই ফাল্গুন ১৪৩১ রোজ বৃহস্পতিবার সোনার দাম বাংলাদেশে কত আছে? Star Shanto ওয়েবসাইটে ২২ ক্যারেট সোনার দাম, ২১ ক্যারেট সোনার দাম, ১৮ ক্যারেট সোনার দাম ও সনাতন পদ্ধতিতে সোনার দাম কত আছে বাংলাদেশে তা আজকের পোস্ট থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন।
আজকের সোনার দাম কত – ৬ই মার্চ ২০২৫
২২ ক্যারেট
২১ ক্যারেট
১৮ ক্যারেট
সনাতন
২২ ক্যারেট সোনার দাম
ওজন
দাম
১ আনা সোনার দাম
৯,৪৯৩ টাকা
১ গ্রাম সোনার দাম
১৩,০২৩ টাকা
১ ভরি সোনার দাম
১,৫১,৮৯৭.৬০ টাকা
১ কেজি সোনার দাম
১,৩০,২৩,০০০ টাকা
২১ ক্যারেট সোনার দাম
ওজন
দাম
১ আনা সোনার দাম
৯,০৬২ টাকা
১ গ্রাম সোনার দাম
১২,৪৩১ টাকা
১ ভরি সোনার দাম
১,৪৪,৯৯২.৬৪ টাকা
১ কেজি সোনার দাম
১,২৪,৩১,০০০ টাকা
১৮ ক্যারেট সোনার দাম
ওজন
দাম
১ আনা সোনার দাম
৭,৭৬৭ টাকা
১ গ্রাম সোনার দাম
১০,৬৫৫ টাকা
১ ভরি সোনার দাম
১,২৪,২৭৭ টাকা
১ কেজি সোনার দাম
১,০৬,৫৫,০০০ টাকা
সনাতন পদ্ধতিতে সোনার দাম
ওজন
দাম
১ আনা সোনার দাম
৬,৩৯৮ টাকা
১ গ্রাম সোনার দাম
৮,৭৭৭ টাকা
১ ভরি সোনার দাম
১,০২,৩৭৩ টাকা
১ কেজি সোনার দাম
৮৭,৭৭,০০০ টাকা
সোনা একটি মহামূল্যবান ধাতু যেটির ব্যবহার আদিযুগ থেকে এখন পর্যন্ত রয়েছে। তাই সোনার দাম কখনো বাড়ে আবার কখনও কমে। সোনার দাম প্রতিনিয়ত আন্তর্জাতিকভাবে নির্ধারন করে দেয়। সেই কারনে আপনি যদি সোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই ওজন অনুযায়ী দাম জেনে নিবেন।
আজকে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত?
ওজন
দাম
২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য
১৩,০২৩ টাকা
২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য
১২,৪৩১ টাকা
১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য
১০,৬৫৫ টাকা
সনাতন পদ্ধতি প্রতি গ্রাম স্বর্ণের মূল্য
৮,৭৭৭ টাকা
সোনার দাম পরিবর্তন
২২ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান ১ লক্ষ ৫১ হাজার ৮৯৭ টাকা – পূর্বে দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৩৪০ টাকা = সোনার দাম বাড়ছে ভরিতে ৩ হাজার ৫৫৭ টকা।
২১ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান ১ লক্ষ ৪৪ হাজার ৯৯২ টাকা – পূর্বে দাম ছিল ১ লক্ষ ৪১ হাজার ৫৯৮ টাকা = সোনার দাম বাড়ছে ভরিতে ৩ হাজার ৩৯৪ টকা।
১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান ১ লক্ষ ২৪ হাজার ২৭৭ টাকা – পূর্বে দাম ছিল ১ লক্ষ ২১ হাজার ৩৭৩ টাকা = সোনার দাম বাড়ছে ভরিতে ২ হাজার ৯০৪ টকা।
সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম বর্তমান ১ লক্ষ ২ হাজার ৩৭৩ টাকা – পূর্বে দাম ছিল ৯৯ হাজার ৮৮৮ টাকা = সোনার দাম বাড়ছে ভরিতে ২ হাজার ৪৮৫ টকা।
বি:দ্র: স্বর্ণ ও রৌপের বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরি ৬% যুক্ত করতে হবে। (গহনার ডিজাইন ও মানভেদে মজুরীর তারতম্য হতে পারে)
আজকে সোনার দাম বাংলাদেশে কত
সোনার ধরন
দাম
২২ ক্যারেট ১ ভরি সোনার দাম
১,৫১,৮৯৭.৬০ টাকা
২১ ক্যারেট ১ ভরি সোনার দাম
১,৪৪,৯৯২.৬৪ টাকা
১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম
১,২৪,২৭৭.৭৬ টাকা
সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম
১,০২,৩৭৩.১২ টাকা
আজকের রুপার দাম ৬ মার্চ ২০২৫
বাংলাদেশে আজকে রুপার দাম কত আছে? ২২ ক্যারেট রুপার দাম, ২১ ক্যারেট রুপার দাম, ১৮ ক্যারেট রুপার দাম ও সনাতন পদ্ধিতিতে রুপার দাম। নিচে বিস্তারিত হিসাব ও মূল্য দেওয়া হল:
আজকের রুপার দাম
২২ ক্যারেট রুপার দাম
ওজন
দাম
১ রতি রুপার দাম
২৭ টাকা
১ গ্রাম রুপার দাম
২২১ টাকা
১ আনা রুপার দাম
১৬১ টাকা
১ ভরি রুপার দাম
২৫৭৬ টাকা
১ কেজি রুপার দাম
২,২১,০০০ টাকা
২১ ক্যারেট রুপার দাম
ওজন
দাম
১ রতি রুপার দাম
২৫.৫১ টাকা
১ গ্রাম রুপার দাম
২১০ টাকা
১ আনা রুপার দাম
১৫৩ টাকা
১ ভরি রুপার দাম
২৪৪৯.৪০ টাকা
১ কেজি রুপার দাম
২,১০,০০০ টাকা
১৮ ক্যারেট রুপার দাম
ওজন
দাম
১ রতি রুপার দাম
২২ টাকা
১ গ্রাম রুপার দাম
১৮১ টাকা
১ আনা রুপার দাম
১৩১.৯৪ টাকা
১ ভরি রুপার দাম
২,১১১ টাকা
১ কেজি রুপার দাম
১,৮১,০০০ টাকা
সনাতন পদ্ধিতিতে রুপার দাম
ওজন
দাম
১ রতি রুপার দাম
১৬.৫২ টাকা
১ গ্রাম রুপার দাম
১৩৬ টাকা
১ আনা রুপার দাম
৯৯.১৪ টাকা
১ ভরি রুপার দাম
১,৫৮৬ টাকা
১ কেজি রুপার দাম
১,৩৬,০০০ টাকা
সোনার হিসাবঃ
কত গ্রামে এক ভরি?
১১.৬৬ গ্রামে ১ ভরি।
কত আনা এক ভরি?
১৬ আনায় ১ ভরি।
কত রতি এক আনা?
৬ রতিতে ১ আনা।
এক কেজি কত ভরি
১ কেজিতে ৮৫.৭৩ ভরি (প্রায়)
স্বর্ণ কত প্রকার?
স্বর্ণ বিভিন্ন প্রকার তারমধ্য অন্যতম হল: ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ২১, ক্যারেট, ২০ ক্যারেট, ১৮ ক্যারেট, ১৪ ক্যারেট, ১০ ক্যারেট ও সনাতন পদ্ধতি। এর মধ্যে আমাদের বাংলাদেশে প্রচলিত আছে ২২ ক্যারেট সোনা, ২১ ক্যারেট সোনা, ১৮ ক্যারেট সোনা ও সনাতন পদ্ধতি সোনা।
বিভিন্ন প্রকার স্বর্ণে খাদের পরিমান
২২ ক্যারেট সোনা
২২ ক্যারেট সোনার মধ্যে ২২ অংশ খাঁটি সোনা থাকে এবং মিশ্রিত ২ অংশ এলোয় অনন্য ধাতু থাকে। তবে বাংলাদেশে সবচেয়ে ভালো ও জনপ্রিয় হল ২২ ক্যারেট সোনা। ২২ ক্যারেট সোনায় ৯১.৬৭% খাঁটি সোনা থাকে তাই যেকোন অলংকার খুবই মজবুত হয়ে থাকে।
২১ ক্যারেট সোনা
২১ ক্যারেট সোনার মধ্যে রয়েছে ২১ অংশ খাঁটি সোনা এবং মিশ্রিত ৩ অংশ এলোয় অনন্য ধাতু। এই ২১ ক্যারেট সোনা দিয়ে বিভিন্ন জটিল নকাশার জন্য উপযুক্ত। ২১ ক্যারেট সোনার মধ্যে ৮৭.৫% খাঁটি সোনা থাকে এবং ১২.৫% অনন্য ধাতু মিশিয়ে থাকে।
১৮ ক্যারেট সোনা
১৮ ক্যারেট সোনার মধ্যে রয়েছে ১৮ অংশ খাঁটি সোনা ও ৬ অংশ মিশ্রিত এলোয় অনন্য ধাতু। এই ১৮ ক্যারেট গহনা বানাতে উপযুক্ত এটির রং ও হালকা থাকে। ১৮ ক্যারেট সোনায় ৭৫% সোনা খাঁটি থাকে এবং ২৫% মিশ্রিত অনন্য ধাতু ব্যবহার করা হয় গহনা বা অলংকার বানাতে।
সোনা প্রাচীনকাল থেকেই মনুষ ব্যবহার করে আসছে। প্রচাীনকালে কয়েকটি দেশে সোনার প্রচলন খুবই বেশি ছিল। তখনকার সময় সোনার টাকা বানিয়ে ব্যবহার করত। সেই ধারাবহিকতায় এখন মানুষ সোনা একটি স্থায়ী সম্পদ হিসেবে গুচ্ছিত রাখে। সোনার দাম প্রাচীন কাল থেকেই ক্রমগত দাম বৃদ্ধি হচ্ছে। এখনোও যে বছর যাচ্ছে ততই দাম বৃদ্ধি পাচ্ছে সোনা। তাই আপনার যদি টাকা থাকে স্থায়ীভাবে রাখার তাহলে আপনি সোনা কিনে রাখতে পারেন। এখানে আপনার কোন টাকা অপচয় হবে না বরং আপনার টাকার মান বৃদ্ধি হবে।
আজকের সোনার দাম দেখা কি জরুরি?
সোনা এমন একটি বস্তু যার মাধ্যমে টাকার মূল্য স্ফীতি করা হয়। তাছাড়া সোনার দাম এমন যা প্রতি নিয়ত অস্থীতিশীল। সোনা কেনার আগে সবার অবশ্যই আজকে সোনার দাম কত আছে তা দেখে নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন সোনার দাম জানা কতটা প্রয়োজনীয় একটি কাজ।
সোনার দাম কেন বাড়ে কমে?
সোনার দাম দিয়ে একটি দেশের টাকার মান নির্ধারণ করা হয়। তাছাড়া সোনার যেহেতু পৃথিবীর সকল দেশে পাওয়া যায় না তাই সোনার দাম প্রতিনিয়ত বাড়ে কমে। কারণ এক দেশ থেকে অন্য দেশে স্বর্ণ আনতে হলে সরকারি বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। আর যখন এক দেশ থেকে অন্য দেশে সোনা আদান প্রদান করা হয় তখন বর্তমান আর্ন্তজাতিক কারেন্সির মুল্য কেমন আছে সেই অনুযায়ী খরচ হয়। তাই সোনার দাম কম বেশি হয়।
সোনা কেন মানুষ ব্যবহার করে?
সোনা এমন একটি ধাতু যা একটি মুল্যবান ধাতুর মধ্যে পড়ে। মানুষ সোনা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। সোনা মানুষ যখন যখন ব্যবহার করে থাকে।
প্রিয়জনকে খুশি করার জন্য সোনার তৈরি কোন অলঙ্কার দিয়ে থাকে।
সোনায় মানুষ বিনিয়োগ করে।
সোনাকে মানুষ শুভ মুহুর্তের একটি প্রতিক হিসেবে মেনে থাকে। তাই কোন শুভ মুহুর্তে এটি ব্যবহৃত হয়ে থাকে।
বিলাসিতার জন্য স্বর্ণ ব্যবহার করে থাকে।
সোনা বেশি ব্যবহার হয়ে থাকে কোন খাতে?
সোনা বেশি ব্যবহার হয়ে থাকে বিভিন্ন অলঙ্কার ব্যবহারে। আর এই গহণা মেয়েরা বেশি তৈরি করে থাকে। সোনার দুল, সোনার নাকফুল, সোনার মালা, সোনার হার, সোনার আংটি, সোনার ব্যাচলেট, সোনার টিপ, সোনার ঘড়ি, সোনার কোমরের বিছা ইত্যাদি।
সোনার তৈরি গহনা মেয়েরা পরিধান করলে তাদের সৌদর্য আরো বেড়ে যায়। দেখতে অনেক সুন্দর দেখায়। তাই মেয়েরা সোনা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে।