বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। নতুন এ দাম রবিবার (৩১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণায় বলা হয়, প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন দামের তালিকায় দেখা গেছে—
- ২২ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১,৭২,৬৫১ টাকা (আগে ছিল ১,৭১,৬০১ টাকা)
- ২১ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১,৬৪,৮০১ টাকা (আগে ছিল ১,৬৩,৭৯৮ টাকা)
- ১৮ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১,৪১,২৬৩ টাকা (আগে ছিল ১,৪০,৪০০ টাকা)
- সনাতন পদ্ধতির সোনা: ভরিপ্রতি ১,১৬,৮৫০ টাকা (আগে ছিল ১,১৬,১২৭ টাকা)
আনা অনুযায়ী সোনার দাম
নতুন দামের ভিত্তিতে ২২ ক্যারেট সোনার প্রতি আনা ১০ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেটের ১০ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেটের ৮ হাজার ৮২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দাম
সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের ভরিপ্রতি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ হাজার ২৮৩ টাকা।
অতিরিক্ত খরচ
বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের ওপর ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এছাড়া প্রতিভরিতে ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা মজুরি যোগ হবে।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা ৩০ আগস্ট ২০২৫ : ক্রিকেট, ফুটবল আর টেনিসে জমজমাট দিন
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ওঠানামা ও দেশীয় বাজারের পরিস্থিতি অনুযায়ী এ দাম নির্ধারণ করা হয়ে থাকে। এর আগে আগস্ট মাসেই কয়েক দফা সোনার দামে পরিবর্তন আনা হয়েছিল।