আজকের রুপার দাম
বাংলাদেশের বাজারে আজকে রুপার দাম রয়েছে তা আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন: আজ ২৩ জনুয়ারি ২০২৬ সর্বশেষ ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, সনাতন পদ্ধতির রুপার দাম।
| প্রকার | ১ আনা | ১ ভরি |
|---|---|---|
| ২২ ক্যারেট | ৩৯৭ টাকা | ৬,৩৫৬ টাকা |
| ২১ ক্যারেট | ৩৭৯ টাকা | ৬,০৬৫ টাকা |
| ১৮ ক্যারেট | ৩২২ টাকা | ৫,১৬৭ টাকা |
| সনাতন পদ্ধতি | ২৪৪ টাকা | ৩,৯০৭ টাকা |
রুপার দাম কয়েক ধাপ বৃদ্ধি হওয়ার পর বর্তমান সবচেয়ে ভাল রুপা ২২ ক্যারেটের এক ভরির দাম ৬৩৫৬ টাকা। বিশ্ববাজারে রুপা এবং স্বর্ণের দামের বৃদ্ধি অনেকটাই বেড়েছে সেই তুলনায় স্বর্ণের যে দাম বেড়েছে রুপার কিন্তু সেরকম দাম বাড়ে নাই।
তাই বর্তমান বাংলাদেশের বাজারের রুপার দামের একটি স্বস্তি পাওয়া যায়। তাই যারা রুপা করে করতে চান তারা আজকের এই দামে আগামীতে পরিবর্তন না হওয়া পর্যন্ত ক্রয় করতে পারবেন।
স্বর্ণ ও রুপার দাম বাংলাদেশের অর্থনীতির ওপর নির্ভর করেই প্রতিনিয়ত দাম ওঠানামা করে। এইজন্য প্রতিদিনই একই রেট থাকে না সেজন্য প্রতিনিয়ত রুপা ও স্বর্ণের দাম আমাদের জানা অনন্ত প্রয়োজনীয়। এই কারণে আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিনের স্বর্ণের দাম এবং রুপার দামের আপডেট দিয়ে থাকে।
দ্রুত আপডেট পেতে ফেসবুক ফলো করুন Star Shanto.

