২৩ আগস্ট ২০২৫, বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি আর্থিকভাবে লাভজনক হলেও মানসিক অস্থিরতা, সম্পর্কের টানাপোড়েন ও স্বাস্থ্যের দিকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। প্রেমে কিছু ইতিবাচক দিক থাকলেও অতি রাগ বা জেদ বড় সমস্যার কারণ হতে পারে।
আর্থিক অবস্থা
আজ অর্থভাগ্য বেশ শুভ। পরিশ্রম বেশি থাকলেও একাধিক দিক থেকে আয়ের সুযোগ আসবে। অতিরিক্ত আয়ের যোগ থাকলেও খরচ পরিকল্পনা ছাড়া করা উচিত নয়।
পরিবার ও ব্যক্তিগত জীবন
পারিবারিক জীবনে মিশ্র ফল দেখা যাবে। কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। মিথ্যে অপবাদে জড়িয়ে পড়ার ঝুঁকিও এড়ানো যাবে না।
সম্পর্ক
প্রেমে অশান্তি মিটে গিয়ে সফলতা আসতে পারে। তবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। বন্ধুত্ব ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আজ খুব সাবধানে চলাফেরা করা প্রয়োজন।
পেশা ও কর্মজীবন
কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অগ্রগতির যোগ রয়েছে। তবে পেশাগত জীবনে জটিল পরিস্থিতি সামলাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে।
স্বাস্থ্য
রাগ ও জেদের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। শরীরে ব্যথা বা যন্ত্রণা বাড়ার সম্ভাবনাও রয়েছে। তাই মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।
আজকের শুভ নির্দেশনা
- শুভ সংখ্যা: ৩৭
- শুভ দিক: দক্ষিণ
- শুভ রত্ন: লাল প্রবাল
- শুভ রং: কালচে লাল