আজ (২১ আগস্ট ২০২৫) ক্রিকেটপ্রেমীদের জন্য টেলিভিশনে সাজানো রয়েছে একের পর এক ম্যাচ। সকালে সিপিএলে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। বিকেলে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া দিনজুড়ে টপ এন্ড টি-টোয়েন্টি ও দ্য হানড্রেড টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ সম্প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।
সূচি এক নজরে
সিপিএল ২০২৫
অ্যান্টিগা বনাম ত্রিনবাগো
ভোর ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
টপ এন্ড টি-টোয়েন্টি
হারিকেনস বনাম রেনেগেডস
সকাল ৬টা ৩০ মিনিট, টি স্পোর্টস
স্ট্রাইকার্স বনাম ক্যাপিটাল
সকাল ৯টা ৩০ মিনিট, টি স্পোর্টস
শিকাগো বনাম নর্দার্ন
বেলা ১১টা ৩০ মিনিট, টি স্পোর্টস
বাংলাদেশ ‘এ’ বনাম মেলবোর্ন স্টারস একাডেমি
বেলা ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস
দ্য হানড্রেড (নারী বিভাগ)
ওভাল ইনভিন্সিবলস বনাম ট্রেন্ট রকেটস
রাত ৮টা, সনি স্পোর্টস ১
দ্য হানড্রেড (পুরুষ বিভাগ)
ওভাল ইনভিন্সিবলস বনাম ট্রেন্ট রকেটস
রাত ১১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ১
আরো পড়ুন:
ফুটবলের সেরা ১০ রেফারি: মাঠের নীরব নায়করা
দিনভর নানা ঘরানার এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচারে চোখ রাখবেন দর্শকরা। বিশেষ করে সাকিব আল হাসানের দল ও বাংলাদেশ ‘এ’ দলের খেলা ঘিরে বাড়তি আগ্রহ থাকবে বাংলাদেশি সমর্থকদের মধ্যে।
সূত্র: প্রথম আলো