Homeমোবাইলআগস্টেই আসছে Oppo K13 Turbo সিরিজ, Snapdragon 8s Gen 4 ও 7000mAh...

আগস্টেই আসছে Oppo K13 Turbo সিরিজ, Snapdragon 8s Gen 4 ও 7000mAh ব্যাটারির হাইপ

Oppo k13 turbo সিরিজ

Oppo K13 Turbo সিরিজ আগস্টেই আসছে বাজারে

Oppo তার নতুন K13 Turbo সিরিজ গত সপ্তাহে চীনে লঞ্চ করেছে এবং ভারতের বাজারে নিয়ে আসার জন্য ইতিমধ্যে টিজার প্রকাশ করেছে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী, এই সিরিজের ভারতীয় লঞ্চ অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৫-এর মধ্যে। অর্থাৎ, অগাস্টের দ্বিতীয় সপ্তাহেই ভারতীয় ব্যবহারকারীরা পাবে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro-এর অভিজ্ঞতা।

দুটি শক্তিশালী ভ্যারিয়েন্ট K13 Turbo ও K13 Turbo Pro

Oppo K13 Turbo সিরিজে থাকবে দুটি স্মার্টফোন K13 Turbo এবং K13 Turbo Pro ডিজাইন ও বেশিরভাগ স্পেসিফিকেশন প্রায় একই হলেও, পার্থক্য রয়েছে প্রসেসরের ক্ষেত্রে। K13 Turbo মডেলটি আসবে MediaTek Dimensity 8450 চিপসেটের সাথে, আর K13 Turbo Pro চালিত হবে Snapdragon 8s Gen 4 (4nm) শক্তিশালী প্রসেসরে। ফলে গেমিং থেকে শুরু করে হাই-এন্ড পারফরম্যান্সে কোনো কমতি থাকবে না।

বিল্ট-ইন কুলিং ফ্যান নতুনত্বের ছোঁয়া

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিল্ট-ইন কুলিং ফ্যান। Oppo দাবি করেছে, এই কুলিং ফ্যান ডিভাইসের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রাখতে সক্ষম, বিশেষ করে হাই-লোড কন্ডিশনে। এছাড়া, এই ফ্যান মডিউলটি IPX6, IPX8 এবং IPX9 রেটিংসহ এসেছে, যা ধুলো ও পানির বিরুদ্ধে শক্ত সুরক্ষা দেবে।

ডিজাইন ও ডিসপ্লে প্রিমিয়াম লুকের সাথে হাই-এন্ড ভিউয়িং এক্সপেরিয়েন্স

Oppo K13 Turbo Pro-এর ডিজাইন আধুনিক ও স্লিম। এর ওজন মাত্র 208 গ্রাম এবং বডির পুরুত্ব মাত্র 7.3 মিমি। ফোনটি আসবে তিনটি আকর্ষণীয় কালারে Black Warrior, Purple No. 1 এবং Knight Silver।

ডিসপ্লের দিক থেকেও Oppo K13 Turbo Pro ব্যবহারকারীদের মুগ্ধ করবে। এতে রয়েছে 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1272 x 2800 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। সর্বোচ্চ 1600 nits ব্রাইটনেসের কারণে সূর্যের আলোতেও স্পষ্ট ভিউ পাওয়া যাবে।

আরো পড়ুন: ২১,৯৯৯ টাকায় Infinix Hot 60 Pro+ এলো 144Hz AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা ও 5160mAh ব্যাটারির

আরো পড়ুন: Samsung Galaxy Tab S11 Ultra: ব্যাটারি ও চার্জিং ফিচার ফাঁস, আসছে আরও স্মার্ট আপগ্রেড

ক্যামেরা সেকশনে ডুয়াল সেটআপ ও 4K ভিডিও সাপোর্ট

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে 50MP (wide, OIS) প্রধান সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর। HDR, প্যানোরামা এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকার কারণে ব্যবহারকারীরা পাবেন দুর্দান্ত ছবি ও ভিডিওর অভিজ্ঞতা। সেলফির জন্য রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা, যা 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারি ও চার্জিং দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে

Oppo K13 Turbo Pro-এর আরেকটি হাইলাইট হলো এর 7000 mAh বিশাল ব্যাটারি। সঙ্গে থাকছে 80W ফাস্ট চার্জিং, 44W UFCS এবং 33W PPS চার্জিং প্রযুক্তি। দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং – সব কিছুতেই দেবে নিরবচ্ছিন্ন ব্যাকআপ।

পারফরম্যান্স ও অন্যান্য ফিচার

ফোনটি চালিত হবে সর্বশেষ Android 15 ভিত্তিক ColorOS 15 ইন্টারফেসে। এছাড়া এতে থাকছে UFS 4.0 স্টোরেজ, 12GB ও 16GB RAM এবং সর্বোচ্চ 512GB ROM। কনেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে Wi-Fi 6e, Bluetooth 5.4, NFC, USB Type-C এবং উন্নত পজিশনিং সাপোর্ট। সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে অন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

ভারতীয় ভ্যারিয়েন্টে কী পরিবর্তন হবে?

বর্তমানে নিশ্চিত নয় যে ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা মডেলের মতোই সব স্পেসিফিকেশন থাকবে কি না। তবে Oppo ইঙ্গিত দিয়েছে যে বেশিরভাগ স্পেসিফিকেশন একই থাকবে। ফলে ভারতীয় ব্যবহারকারীরা আশা করতে পারেন একটি হাই-পারফরম্যান্স স্মার্টফোন, যেটি গেমিং থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারে সেরা পারফরম্যান্স দেবে।

Oppo K13 Turbo সিরিজের ভারতীয় লঞ্চের অপেক্ষা এখন সবার। শক্তিশালী প্রসেসর, উন্নত কুলিং সিস্টেম, বিশাল ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সব মিলিয়ে এই ফোনগুলো ভারতের স্মার্টফোন মার্কেটে হাইপ তৈরি করতে প্রস্তুত। ১১-১৪ আগস্ট ২০২৫-এর মধ্যে লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে, এবং তখনই জানা যাবে দাম ও অফিশিয়াল স্পেসিফিকেশন।

Disclaimer: উপরে বর্ণিত তথ্যগুলো বিভিন্ন রিপোর্ট ও সূত্র থেকে সংগৃহীত। অফিসিয়াল লঞ্চের সময় কোম্পানি কিছু ফিচার পরিবর্তন করতে পারে। সঠিক তথ্যের জন্য Oppo-এর অফিসিয়াল ঘোষণা অনুসরণ করুন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here