আজ হৃদয় পাশা, সখিপুর টাঙ্গাইলে একটি আলোচনা সভায় বক্তব্যের সময় কাদের সিদ্দিকী বলেন- আওয়ামী লীগের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দিতে না পারে, জাতীয় পার্টির জনগণ যদি লাঙ্গল মার্কায় ভোট দিতে না পারে তাহলে আমিও নির্বাচনে যাব।
তিনি আরো বলেন জামায়েত নিয়ে যদি নির্বাচন করে যারা ব্রিটিশদের পক্ষ নিয়ে হত্যাকাণ্ড চালায়। পাকিস্তানের পক্ষে তারা মুক্তিযুদ্ধের সময় কাজ করেছিল। সেই জামায়াত যদি নির্বাচন করতে পারে। সেখানে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, মওলানা ভাসানীর দল, মুক্তিযুদ্ধের দল আওয়ামীলীগ তারা নির্বাচনে পারবে না, এমন নির্বাচনে আমরা চাই না।
আরো পড়ুন: টি ট্রি তেল এখন বাংলাদেশ – আসাদুজ্জামান আরিফের সফলতার গল্প
এখনও বাংলাদেশে যদি হিসাব করা হয় তাহলে ৪৩% ভোট রয়েছে আওয়ামীলীগের, ১৪% ভোট রয়েছে জাতীয় পার্টির, আর আমাদেরও ৩% ভোট রয়েছে। এই দলগুলো বাদ দিলে কোন ধরনের নির্বাচন হবে এটা সবাই বোঝে। সাধারণ মানুষ জানে তাদের কি করতে হবে।

