আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ইতিহাস গড়ল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপের মূল পর্বে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ইসোয়াতিনিকে ৩–০ গোলে হারিয়ে এ সাফল্য পেয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ছোট অঙ্গরাজ্য ভারমন্টের থেকেও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে, তবুও তারা এখন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।
তবে কেপ ভার্দে একা নয় বিশ্বকাপের ইতিহাসে আরও কিছু দেশ আছে, যাদের জনসংখ্যা খুবই কম, তবু তারা ফুটবল মাঠে দেখিয়েছে অদম্য স্পিরিট। দেখে নেওয়া যাক, জনসংখ্যার বিচারে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট পাঁচটি দেশ
আরো পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে চোখের জল লুকাতে ব্যস্ত নিগার সুলতানা ও সতীর্থরা।
তারপর প্রতিটি দেশের অংশ শিরোনামসহ সাজানো থাকবে, যেমন:
- 🇮🇸 আইসল্যান্ড – ৩.৫ লাখ মানুষ, অথচ বিশ্বকাপ ইতিহাসের রেকর্ডধারী
- 🇨🇻 কেপ ভার্দে – নতুন ইতিহাসের সূচনা
- 🇵🇾 প্যারাগুয়ে – ছোট দেশ, বড় ঐতিহ্য
- 🇹🇹 ত্রিনিদাদ ও টোবাগো – ক্যারিবীয় জাদুর ছোঁয়া
- 🇬🇧 উত্তর আয়ারল্যান্ড – ইউরোপের গর্বিত ছোট প্রতিনিধি