অ্যাপলের আইফোন ১৭ উদ্বোধন ঘিরে বিশ্বজুড়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে ব্যাপক উন্মাদনা। নতুন ফোনটি হাতে পেতে অনেকেই দোকান খোলার ঘণ্টাখানেক আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন, কেউ কেউ অপেক্ষা করেছেন রাতভর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই উন্মাদনার অসংখ্য ছবি ও ভিডিও।
দোকান খোলার আগেই দীর্ঘ সারি
বিশ্বের বিভিন্ন বড় শহরে আইফোন ১৭ কেনার জন্য ক্রেতারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেছেন। কেউ কেউ রাত ১২টা থেকেই কম্বল, খাবার ও ক্যামেরা নিয়ে দোকানের সামনে ভিড় জমান। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সকাল হতেই দোকানের চারপাশ জুড়ে লম্বা লাইন তৈরি হয়, অনেক ক্রেতাকে অপেক্ষা করতে হয়েছে ৫–৬ ঘণ্টারও বেশি।
আরো পড়ুন: ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘সাবা’
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া
টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম ও টিকটকে ভরে গেছে আইফোন ১৭ কেনার অভিজ্ঞতা শেয়ার করা পোস্টে। লাইনের লাইভ ভিডিও, প্রথম কেনার আনন্দ কিংবা নতুন ডিভাইস হাতে পাওয়ার ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এর ফলে আরও অনেক মানুষকে উৎসাহিত করেছে সরাসরি লাইনে দাঁড়িয়ে অংশ নিতে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সে ক্রেতাদের আগ্রহ
আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়েই বেশি আগ্রহ দেখা গেছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। ভারতের প্রযুক্তি অনুরাগী চৌহান সামাজিক মাধ্যমে জানান, তিনি একসাথে ২৫৬ জিবি ও ১ টেরাবাইটের দুটি মডেল কিনেছেন। বড় আকারের ফাইল, অ্যাপস ও ৪কে ভিডিও সংরক্ষণের সুবিধা যাচাই করতেই তার এই সিদ্ধান্ত। তিনি বলেন, অ্যাপলের নকশা, ক্যামেরা ও হাতে পাওয়ার অভিজ্ঞতা সবসময়ই আলাদা মাত্রা এনে দেয়।
শুধু একটি স্মার্টফোন কেনার বাইরেও আইফোন লঞ্চ এখন এক ধরনের বৈশ্বিক সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা গল্প শেয়ার করেন, একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং প্রযুক্তি উন্মোচনের এই মুহূর্তের অংশ হয়ে যান। খুচরা বিক্রেতারা বলছেন, এই উৎসবমুখর পরিবেশই অ্যাপলের ব্র্যান্ড শক্তির সবচেয়ে বড় প্রমাণ।