Homeবিনোদনঅবশেষে প্রকাশ্যে রামায়ণ: রণবীর-যশ-সাই পল্লবী অভিনীত ইতিহাসের সবচেয়ে বড় মেগা সিনেমা

অবশেষে প্রকাশ্যে রামায়ণ: রণবীর-যশ-সাই পল্লবী অভিনীত ইতিহাসের সবচেয়ে বড় মেগা সিনেমা

অবশেষে প্রকাশ্যে রামায়ণ: রণবীর-যশ-সাই পল্লবী অভিনীত ইতিহাসের সবচেয়ে বড় মেগা সিনেমা
ছবি: thenameisyash Instagram

অবশেষে প্রকাশ্যে রামায়ণ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হলো ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় এবং বহু প্রতীক্ষিত প্রজেক্ট ‘রামায়ণ’-এর। পৌরাণিক মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে একটি বিশ্বমানের সিনেমা, যা দুই পর্বে মুক্তি পাবে। দীপাবলি ২০২৬ এবং ২০২৭ সালে বিশ্বব্যাপী প্রদর্শিত হবে এই মহাকাব্যিক চলচ্চিত্রটি। নির্মাতাদের প্রতিশ্রুতি, “আমাদের সত্য, আমাদের ইতিহাস”-কে সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পর্দায় তুলে ধরা হবে।

এই মহাকাব্যিক সিনেমাটির প্রযোজনার করেছেন একাধিক বিশ্বমানের প্রতিষ্ঠান। মূল প্রযোজক হিসেবে আছেন নমিত মালহোত্রার ‘প্রাইম ফোকাস স্টুডিওস’ (Prime Focus Studios) এর মালিক। তাদের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ‘কেজিএফ’ খ্যাত তারকা যশের প্রযোজনা সংস্থা ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’ (Monster Mind Creations)। যশ শুধুমাত্র এই সিনেমার অন্যতম প্রধান অভিনেতাই নন, তিনি এর নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত, যা এই প্রজেক্টের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করে।

অবশেষে প্রকাশ্যে রামায়ণ রণবীর যশ সাই পল্লবী অভিনীত ইতিহাসের সবচেয়ে বড় মেগা সিনেমা 4
ছবি: ভিডিও থেকে

রামায়নে মুল চরিত্রে রয়েছেন যে তারকারা

এই মেগা প্রজেক্টে দেখা যাবে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের একসঙ্গে।

  • রাম চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর,
  • রাবণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশ-কে,
  • সীতা চরিত্রে অভিনয় করছেন সাবলীল অভিনেত্রী সাই পল্লবী,
  • লক্ষ্মণ চরিত্রে রয়েছেন রবি দুবে,
  • আর হনুমান চরিত্রে থাকছেন বলিউডের শক্তিমান অভিনেতা সানি দেওল
অবশেষে প্রকাশ্যে রামায়ণ রণবীর যশ সাই পল্লবী অভিনীত ইতিহাসের সবচেয়ে বড় মেগা সিনেমা 2
ছবি: ভিডিও থেকে

ভিএফএক্স ও প্রযুক্তির দিক দিয়ে অনন্য রেকর্ড

রামায়ণের মতো এক বিশাল প্রেক্ষাপটের গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির। সেই দায়িত্বে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ভিএফএক্স কোম্পানি ডিএনইজি (DNEG), যারা ‘Dune’, ‘Inception’, ‘Blade Runner 2049’-এর মতো সিনেমার জন্য ৮ বার অস্কার জিতেছে ইতিমধ্যেই। তাদের হাতের সানিধ্যে সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস যে এক নতুন মাত্রা দিবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, দর্শকদের একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে সম্পূর্ণ সিনেমাটি IMAX ফরম্যাটে শ্যুট করা হচ্ছে। সিনেমাটির এনাউন্সমেন্ট ভিডিওটি দেখে আপনি তার ভবিষ্যৎ আভাস পাচ্ছেন নিশ্চই।

অবশেষে প্রকাশ্যে রামায়ণ রণবীর যশ সাই পল্লবী অভিনীত ইতিহাসের সবচেয়ে বড় মেগা সিনেমা 3
ছবি: ভিডিও থেকে

সুর ও শব্দের রাজ্যে দুই কিংবদন্তির মেলবন্ধন

এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর সঙ্গীত। কারণ এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দুই মহাদেশের দুই কিংবদন্তি। হলিউডের প্রখ্যাত সুরকার হ্যান্স জিমার (Hans Zimmer) এবং ভারতের অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ. আর. রহমান (A. R. Rahman)। তাঁদের এই যুগলবন্দী ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে চলেছে। সিনেমার গানগুলো রচনা করেছেন প্রখ্যাত কবি ও বক্তা কুমার বিশ্বাস, যার রামায়ণের ওপর বিষেশ জ্ঞান, গানগুলোতে এক অন্যরকম মাত্রা যোগ করবে যেটা সবাই অনুমান করছেন।

প্রকাশকাল ও বিশ্বব্যাপী মুক্তি

রামায়ণ সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে।

  • প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে,
  • আর দ্বিতীয় পর্ব দেখা যাবে ২০২৭ সালের দীপাবলিতে
    এটি বিশ্বব্যাপী IMAX ফরম্যাটে মুক্তি পাবে, যা আন্তর্জাতিক দর্শকদের জন্য একটি বড় অভিজ্ঞতা হতে চলেছে।

আরো পড়ুন: অপেক্ষার অবসান “War 2” এর গল্প ফাঁস, হৃতিক রোশন বনাম এনটিআর কে জিতবে এই মহাযুদ্ধে?

‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি-র পরিচালনায় এবং শ্রীধর রাঘবন-এর লেখনিতে এই সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে। পার্ট ১ মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে এবং পার্ট ২ আসবে ২০২৭ সালের দিওয়ালিতে।

উৎস: World Of Ramayana

- Advertisement -
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here