HomeEducationNU Honours 2nd Year Result 2024 | অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪...

NU Honours 2nd Year Result 2024 | অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ চেক (মার্কশীটসহ) মোবাইল দিয়ে

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ চেক (মার্কশীটসহ) মোবাইল দিয়ে | honors 2nd year result check

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২০২৪ সালে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে ১৬ ই মে ২০২৪ তারিখে। আপনি নিজে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট চেক করুন মার্কশিট সহ।

কিভাবে মোবাইল দিয়ে রেজাল্ট চেক করবেন এবং মার্কশিট সহ বের করবেন এ বিষয় নিয়ে আজকের পোস্ট।

এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ১৬ মে ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।

অনার্স ২য় বর্ষ পরীক্ষায় ৩১ টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লক্ষ ৩৩ হাজার ৮১৯জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে।

অনার্স ২য় বর্ষ পরীক্ষায় ৯৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে ও ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে অনার্স ২য় বর্ষের রেজাল্ট চেক

আপনি যে কোন মোবাইল ফোন দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন এসএমএসের মাধ্যমে। আপনি চাইলে স্মার্টফোন চেক করতে পারবেন আবার চাইলে আপনি বাটন ফোন দিও চেক করতে পারবেন।

এই জন্য আপনাকে যে ধাপ গুলো পূরণ করতে হবে তা নিচে স্টাপ বাই স্টাপ দেখানো হল:

  • প্রথমে আপনার ফোনের SMS অ্যাপসের মধ্যেও যাবেন। অ্যাপসের মধ্যে “Start Chat” বা ” Send SMS” একটা অপসন পাবেন সেটির উপর ক্লিক করুন।
  • তারপর, To. অপসনে লিখুন নাম্বার ‘16222’ লিখে পরবর্তীতে যান।
  • এরপর, মেসেজে লিখুন ছোট হাতের nu স্পেস h2 স্পেস Registration No ( আপনার এডমিট কার্ড থেকে)
NU Honours 2nd Year Result 2024 | অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ চেক (মার্কশীটসহ) মোবাইল দিয়ে
যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এরপর সেন্ড করে দিন। প্রতি এসএমএস এ ২.৪৭ টাকা করে কাটবে। যদি আপনার টেলিটক সিম হয়ে থাকে তাহলে দ্রুত রেজাল্টের এসএমএস পেয়ে যাবেন।

অনার্স ২য় বর্ষ রেজাল্ট চেক ওয়েবসাইটের মাধ্যমে

প্রথমে আপনি যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন ” “nu result” লিখে অথবা, আপনাদের সুবিধার জন্য আমি যে 2 টি ওয়েবসাইটের মাধ্যমে অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট চেক করতে পারবেন তার লিংক নিচে দেওয়া রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

1. http://results.nu.ac.bd/results_latest/

প্রথমে উপরের লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করুন।

NU Honours 2nd Year Result 2024 | অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ চেক (মার্কশীটসহ) মোবাইল দিয়ে
  • Examination Name ( দেওয়া থাকবে)
  • Registration No ( এডমিট থেকে আপনার রেজিষ্ট্রেশন নম্বর লিখুন)
  • Exam Year ( কত সালে পরিক্ষা দিছেন সেটি লিখুন যেমন, 2024)
  • তারপর সব ঠিক থাকলে ” Search Result ” বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবেন।

২য় ওয়েবসাইটে অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট চেক

2. http://www.nubd.info/results/

উপরের লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করুন।

NU Honours 2nd Year Result 2024 | অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ চেক (মার্কশীটসহ) মোবাইল দিয়ে
  • Examination Name ( দেওয়া থাকবে)
  • Registration No ( এডমিট থেকে আপনার রেজিষ্ট্রেশন নম্বর লিখুন)
  • Exam Year ( কত সালে পরিক্ষা দিছেন সেটি লিখুন যেমন, 2024)
  • তারপর সব ঠিক থাকলে ” Search Result ” বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবেন।
এসএসসি শিক্ষার্থীদের দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪: আবেদন করার নিয়ম
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read