Friday, August 22, 2025
Homeঅনার্স ভর্তি ২০২৪ এর ২য় রিলিজ স্লিপের শর্তাবলী প্রকাশ

অনার্স ভর্তি ২০২৪ এর ২য় রিলিজ স্লিপের শর্তাবলী প্রকাশ

অনার্স ভর্তি ২০২৪ এর ২য় রিলিজ স্লিপের শর্তাবলী প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের অনার্স কোর্সে ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ সিলিপের আবেদন আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় রিলিজ সিলিপের আবেদন নিয়ে নতুন কয়েকটা শর্ত প্রকাশ করেছে।

সেই শর্তসমূহ তোমাদের সাথে শেয়ার করব। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবেনা। সে বিষয়ে তোমরা একদম পরিপূর্ণ তথ্যগুলো জানতে পারবে।

কারা এই দ্বিতীয় রিলিজ সিলিপে আবেদন করতে পারবে?

  • যারা চান্স পায়নি অর্থাৎ প্রথম মেধা তালিকাতে, দ্বিতীয় মেধা তালিকাতে, কোটা মেধা তালিকাতে। অথবা প্রথম রিলিজ সিলিপে তোমরা যদি সুযোগ না পেয়ে থাকো তাহলে তোমরা এই দ্বিতীয় রিলিজ সিলিপে আবেদন করতে পারবে।
  • চান্স পেয়েও যদি তুমি ভর্তি না হয়ে থাকো তাহলে তুমি এই দ্বিতীয় রিলিজ সিলিপে আবেদন করতে পারবে।
  • ২০২৩ – ২৪ শিক্ষা বর্ষে অর্থাৎ চলতি শিক্ষা বর্ষে তুমি অনার্স এ ভর্তি হয়ে ছিলে। কিন্তু তুমি ভর্তি টা বাতিল করে দিয়েছো তোমরাও আবেদন করতে পারবে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে সফলভাবে যারা আবেদন করেছে এটা একটা নতুন শর্ত দ্বিতীয় পর্যায়ে তোমাদের কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।
  • এখন নতুন কিছু শিক্ষার্থী তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে। এই নতুন শিক্ষার্থীরা তোমাদের কিন্তু চান্স পাওয়ার জন্য এই দ্বিতীয় রিলিজ সিলিপে আবেদন করতে হবে।
  • তোমাদের কোন মেধা তালিকা দেওয়া হবে না। তোমাকে কিন্তু ২য় রিলিজ সিরিপে আবেদন করতে হবে তারপর দ্বিতীয় রিলিজ সিলিপে ফলাফল দিবে এবং তখন যদি তুমি সুযোগ পেয়ে যাও তাহলে ভর্তি হতে পারবে।
  • তোমরা চান্স পেয়েছিলে কোনো মেধা তালিকাতে কিন্তু ভুল করে তুমি ভর্তিটা তোমার যে ভর্তির ফ্রম রয়েছে সেটি অনলাইন থেকে পূরণ করেছো কিন্তু তুমি ভর্তি হওনি কাগজপত্র গুলো জমা দাওনি, টাকা পয়সা জমা দাওনি তাহলে তুমি কি আবেদন করতে পারবে? অবশ্যই পারবে।
  • এবং যারা প্রথম রিলিজ সিলিপের কোন কারণে আবেদন করতে পারেনি। কিন্তু সে প্রাথমিক পর্যায়ের আবেদনটা করেছিল সফলভাবে আবেদনটা তার হয়েছিল।
  • প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকায় এগুলো রেজার যে সে চেক করেছে। কিন্তু প্রথম রিলিসিলিপ আবেদন করতে পারেনি সেও কিন্তু আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিজ সিলিপে।

কারা আবেদন করতে পারবেনা

  • যারা প্রাথমিক আবেদন করেনি প্রথম পর্যায়ের কথা বলছি আমি। প্রথম পর্যায়ে যারা প্রাথমিক আবেদন করেনি তারা আবেদন করতে পারবে না।
  • প্রাথমিক আবেদন ফি যারা দেয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে না।
  • কলেজ যাদেরদের আবেদন নিশ্চইন করেনি তারা আবেদন করতে পারবে না।
  • যারা মেধা তালিকায় ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে মানে প্রথম মেধা তালিকা অথবা যেকোনো একটা মেধায় তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু এখন তুমি ভর্তি হয়ে আছো এই ভর্তি থাকা অবস্থায় তুমি দ্বিতীয় রিলিজ সিলিপেয়ে নতুন করে আর আবেদন করতে পারবেনা।
  • এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে সঠিকভাবে পারেনি তারা আবেদন করতে পারবে না। মানে দ্বিতীয় পর্যায়ের আবেদন ফি যদি তুমি জমা না দিয়ে থাকো অথবা কলেজ থেকে যদি তোমার আবেদনটি নিস্চায়ন না করে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না।

দ্বিতীয় রিলিজ সিলিপের আবেদনের শর্ত

তুমি মোট পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে। তুমি কমও আবেদন করতে পারবে না মানে যদি মনে কর যে পাঁচটি কলেজের কম আমি আবেদন করব সেটিও পারবে না। যদি বেশি আবেদন কলেজগুলোতে করতে চাও তাহলেও তুমি পারবে না অর্থাৎ সর্বোচ্চ পাঁচটা সর্বনিম্ন তুমি পাঁচটা কলেজেই আবেদন করতে পারবে।

প্রথম কলেজের গুরুত্বটা বেশি থাকবে মানে প্রায়োরিটিটা বেশি থাকবে। প্রথম কলেজের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং পঞ্চম কলেজে তোমার চান্স পওয়ার সম্ভাবনাটা কম। যার কারণে পঞ্চম গুরুত্বটা কম থাকবে।

সো তোমার যখন চয়েজ লিস্ট তুমি সাজাবে তখন প্রথম কলেজটা তোমার পছন্দের একটা ভালো কলেজ দিবে। দ্বিতীয় চয়েস টা পছন্দের যে কলেজ টা আছে সেই দ্বিতীয় চয়েস এ দিবে এভাবে তুমি তোমার পছন্দ ক্রম অনুযায়ী পাঁচটা করে চয়েস দিবে।

বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম | নগদ টু বিকাশ

একটি কলেজে তুমি সর্বোচ্চ ১৪ টা সাবজেক্ট চয়েজ দিতে পারবে। চোদ্দটার অধিক সাবজেক্ট তুমি চয়েজ দিতে পারবে না অর্থাৎ পাঁচটি কলেজে তুমি আলাদা আলাদা ভাবে যদি ওই কলেজে চোদ্দটা করে সাবজেক্ট থাকে তাহলে তুমি প্রত্যেকটা কলেজে চোদ্দটা করে সাবজেক্ট তুমি চয়েজ দিতে পারবে এর অধিক তুমি দিতে পারবে না।

এবং আবেদন শেষ হলে অ্যাপ্লিকেশন যে ফর্মটা তুমি পাবে ওই ফর্মটা তোমার কোন কলেজে গিয়ে জমা দিতে হবে না এবং আবেদন ফি তোমার দেওয়া লাগবে না। রিলিজ সিলিপে কোন আবেদন ফিস দিতে হয় না। এবং দ্বিতীয় রিলিজ সিলিপে আবেদন যে কলেজে তুমি করবে ওই কলেজ কর্তৃপক্ষকে এই আবেদনটি আর নিশ্চইনও করতে হবে না।

পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাওয়ার নিয়ম ও করণীয়

এই শর্তগুলোই তোমার দ্বিতীয় রিলিসিলিপের জন্য প্রযোজ্য। নতুন কয়েকটা শর্ত এড করা হয়েছে আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের কোন বুঝতে অসুবিধা হবে না।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ