Homeশিক্ষা২০২৫ অনার্স ভর্তি ফরম ডাউনলোড করে নতুন নিয়মে কলেজে ভর্তি - জাতীয়...

২০২৫ অনার্স ভর্তি ফরম ডাউনলোড করে নতুন নিয়মে কলেজে ভর্তি – জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৫ অনার্স ভর্তি ফরম ডাউনলোড করে নতুন নিয়মে কলেজে ভর্তি - জাতীয় বিশ্ববিদ্যালয়
২০২৫ অনার্স ভর্তি ফরম ডাউনলোড করে নতুন নিয়মে কলেজে ভর্তি – জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪ ও ২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ যে সকল শিক্ষার্থীরা প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন তারা আজ ২০২৫ অনার্স ভর্তি ফরম ডাউনলোড করে কলেজে গিয়ে ভর্তি হওয়া যাবে। আজ ২৮শে জুন ২০২৫ তারিখ হতে ১৫ ই জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোয় ভর্তি হওয়া যাবে। কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার প্রয়োজন হবে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার অনলাইন ভর্তি ফরম।

কিভাবে ২০২৫ সালে ১ম বর্ষ অনার্স ভর্তি ফরম ডাউনলোড করবেন?

আপনি যদি ইতিমধ্য জেনে থাকেন আপনি অনার্স প্রথম বর্ষের প্রথম মেধার তালিকায় উত্তীর্ণ হয়েছেন তাহলে আপনি অনলাইন ভর্তি ফরম টি ডাউনলোড করতে পারবেন। অনলাইন ভর্তি ফরম ডাউনলোড করার জন্য আপনার প্রয়োজন হবে আইডি নাম্বার এবং পিন নাম্বার। আইডি নাম্বার এবং পিন নাম্বার আপনি যখন অনলাইনে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন সেখানেই পেয়ে যাবেন।

অনার্স প্রথম বর্ষ অনলাইন ভর্তি ফরম ডাউনলোড

তারপর আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় এডমিশন যে পেজটি রয়েছে সেখানে গিয়ে আপনার আইডি এবং পিন নাম্বার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। নিচে লিংকে ক্লিক করলে সরাসরি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজটিতে চলে যাবেন।

  • Application ID
  • Pin Number
অনার্স প্রথম বর্ষ অনলাইন ভর্তি ফরম ডাউনলোড 2

দিয়ে লগইন করুন এবং আপনি হোমপেজ থেকে বাম পাশে দেখতে পারবেন ভর্তি ফরম ডাউনলোড সেই অপশন এ গিয়ে আপনার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।

অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে কলেজে কি কি কাগজপত্র দিতে হয়?

অনার্স প্রথম বর্ষ ভর্তি হওয়ার জন্য কলেজে আমাদের দরকারি কিছু কাগজপত্র দিতে হয়। যেগুলো না দিলেই আপনি ভর্তি হতে পারবেন না।

  • ১. ভর্তি হওয়ার অনলাইন আবেদন ভর্তি ফরম ডাউনলোড করে ২ কপি ফটোকপি।
  • ২. জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের ফটোকপি।
  • ৩. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের মূল কপি।
  • ৪. যদি আপনি অনার্স প্রথম বর্ষ যে কলেজে আবেদন করেছেন সেই কলেজটিতে যদি আপনি না পড়ে থাকেন। মানে আপনি যে কলেজে পড়ছেন কিন্তু সেই কলেজে আপনি আবেদন না করে অন্য কলেজে ভর্তি হতে চাচ্ছেন তাহলে। পূর্বের আপনি যে এইচএসসি পরীক্ষা দিছেন যে কলেজ থেকে সেই কলেজের প্রশংসা পত্র লাগবে।

বি:দ্র: কিছু কিছু কলেজের নিয়ম-নীতি আলাদা রয়েছে সেক্ষেত্রে আপনার ভালো হবে যদি আপনি কলেজে গিয়ে সকল বিষয়ে জেনে নেওয়া।

কিছু কিছু কলেজে ভর্তি হওয়ার সময় ভর্তির ফি নিয়ে নেয় আবার অনেক কলেজ আছে যে আপনাকে নিজেই ব্যাংকে গিয়ে ভর্তির ফি জমা দিতে হতে পারে।

আরো পড়ুন:

OpenAI ও Google একসাথে? AI দুনিয়ায় নতুন চমক

বিশ্ববাজারে কোরিয়ার জয়! জাপানে গুগল পিক্সেল ৭ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

মা মুভি রিভিউ ২০২৫: কাজলের অসাধারণ অভিনয়ে ভরা ভৌতিক থ্রিলার, বক্স অফিসে কেমন করবে?

অনার্স ভর্তি বাতিল

আপনি যদি অনার্স ভর্তি হওয়ার জন্য প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে থাকেন কিন্তু আপনি ভর্তি হতে চাচ্ছেন না তাহলে আপনাকে অবশ্যই ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে। আর ভর্তি বাতিল করার জন্য অবশ্যই আপনাকে অনলাইন ভর্তি ফরম পূরণ করতে হবে।

অনার্স প্রথম বর্ষের বিষয় পরিবর্তন

আপনি যে বিষয় নিয়ে অনলাইনে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন সেখান থেকে অনেকগুলো বিষয়ে আসার কারণে আপনি যদি সঠিকভাবে বিষয়টি নির্বাচন না করতে পারেন। তাহলে আপনার জন্য একটি সুযোগ রয়েছে আপনি যখন ভর্তি ফরম পূরণ করবেন তখন বিষয়ে পরিবর্তন এই অপশনে “Yes” সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাকে অনার্স প্রথম বর্ষের যে বিষয় নিয়ে আপনি পড়তে চাচ্ছেন সে বিষয়টি পরবর্তীতে নির্বাচন করতে পারবেন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here