Thursday, October 16, 2025
Homeঅনলাইনে মার্কশিটসহ HSC Result 2025 জানার নিয়ম

অনলাইনে মার্কশিটসহ HSC Result 2025 জানার নিয়ম

২০২৫ সালের এইচএসসি রেজাল্ট ২০২৫ এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে মার্কশিটসহ। সরকারি ওয়েবসাইট ছাড়াও বিকল্প সাইট থেকেও খুব সহজে দেখা যাচ্ছে রেজাল্ট। নিচে ধাপে ধাপে জানুন দুইটি নির্ভরযোগ্য উপায়

১. শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল

শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে HSC Result 2025 মার্কশিটসহ দেখা যায় একেবারে বিনামূল্যে।
ধাপগুলো হলো

১ম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ প্রবেশ করুন।
এখানেই দেশের সব বোর্ডের (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, মাদ্রাসা, কারিগরি) ফলাফল একযোগে প্রকাশিত হয়।

২য় ধাপ: পরীক্ষার ধরন হিসেবে HSC/Alim, শিক্ষাবর্ষ হিসেবে 2025 এবং নিজের বোর্ড নির্বাচন করুন।

৩য় ধাপ: নির্দিষ্ট বক্সে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন। (ভুল তথ্য দিলে ফলাফল আসবে না)।

৪র্থ ধাপ: সব তথ্য সঠিকভাবে পূরণ করে “Submit” বাটনে ক্লিক করলেই ফলাফল ও মার্কশিট স্ক্রিনে চলে আসবে।
ফলাফল চাইলে PDF আকারে ডাউনলোড বা প্রিন্ট করেও রাখতে পারবেন।

২. বিকল্প ওয়েবসাইটে দ্রুত ফলাফল দেখুন

সরকারি ওয়েবসাইট ব্যস্ত থাকলে www.eduboardresults.gov.bd থেকেও দেখা যাবে HSC Result 2025 মার্কশিটসহ।
প্রক্রিয়াটি আরও সহজ

আরো পড়ুন : দিনাজপুর বোর্ডে HSC Result 2025: কমেছে পাশের হার ও জিপিএ-৫ —

১ম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষা, বছর ও বোর্ড নির্বাচন করুন।
২য় ধাপ: নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন এবং সঠিক ক্যাপচা কোড লিখুন।
৩য় ধাপ: “Get Result” বাটনে ক্লিক করুন।
এক মুহূর্তেই ফলাফল ও সম্পূর্ণ মার্কশিট প্রদর্শিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ