আমরা জানি অতিরিক্ত খাবার খাওয়ার কারণে আমাদের ভুরি এবং চর্বি বেড়ে থাকে। এছাড়া শরীর ও বেড়ে যায় আমাদের ভুরি এবং চর্বি কমানোর জন্য কিছু টিপস ব্যবহার করা হয়েছে। যে টিপসগুলো সংগ্রহ করলে আপনার ভুড়ি এবং চর্বি কুমে যেতে থাকবে। তাই চর্বি এবং ভুড়ি কমানোর জন্য আমাদের এই টিপস গুলো কাজে লাগাতে পারেন এবং নিজের শরীরকে ফিটনেস করে মানুষের কাছে সৌন্দর্য হয়ে উঠুন।
ভুড়ি চর্বি এবং শরীরকে ফিটনেস করার জন্য কিছু কার্যকারী উপদেশ তুলে ধরা হয়েছে।
আপনি আপনার ভুড়ি কমানোর জন্য প্রথমত সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করুন। এতে শরীর থেকে টক্সিন পদার্থগুলো বেরিয়ে যাবে। এছাড়া খালি পেটে পানি পান করলে ক্ষুধা কমে যায়। এছাড়া কিছু খাবার এড়িয়ে চলুন সেগুলো হল সয়াবিন তেলের মত খাবার খাবেন না এর থেকে চর্বিগুলোতে হাইড্রোজেন পাম করে ট্রান্স ফ্যাট তৈরি হয়। তাই এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলুন।
এছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্যায়াম করুন এটা পেটের চর্বি কমানোর জন্য খুবই উপকার এছাড়া আরো কিছু উপায় আছে যেমন দ্রুত হাঁটা যোগ ব্যায়াম করা দৌড়ানো ইত্যাদি এগুলো আপনার শরীরকে ফিটনেস এবং চর্বি মুক্ত করবে । প্রতিদিন নিয়ম করে সকাল বেলায় 30 মিনিটের মত ব্যায়াম করার চেষ্টা করুন। এছাড়া ডিম গ্রীক দুই বা প্রোটিন স্মূদিন মত খাবার দিয়ে আপনার দিন শুরু করতে পারেন। কেননা প্রোটিন হজম করতে আরও শক্তি নেয় ।
এতেকরেনাকে আরো বেশি ক্যালরি পোড়াতে বাধ্য করে আপনি যদি পেটের চর্বি কমানোর চেষ্টা করেন তাহলে মাছ চরবিহীন মাংস এবং মটরশুঁটির মতো উচ্চ প্রোটিন যুক্ত খাবার গুলো থেকে বিরত থাকুন। এছাড়া আপনার পেটের চর্বি কমানোর জন্য পরিমাণমতো ঘুমান রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর লক্ষ্য রাখুন এর ফলে আপনার পেটের চর্বি কমানোর জন্য বৃদ্ধি হবে।
আরো পড়ুন : সিটি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘষের শেষ পরিস্থিতি
আপনি যদি আপনার সকালের নাস্তায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে পারেন তাহলে দ্রুত ওজন কমাতে পারেন শসা শাকসবজি এবং লেবুগুলো তালিকায় রাখার চেষ্টা করুন ফাইভার ক্ষুদা নিয়ন্ত্রণের সাহায্য করে।

