অভিনেতা অক্ষয় কুমার জানালেন, এক অনলাইন গেমে তাঁর মেয়ে নিটারাকে অশালীন বার্তা পাঠানো হয়। শিশুদের সাইবার নিরাপত্তা শেখাতে স্কুলে ‘সাইবার পিরিয়ড’ চালুর আহ্বান জানান তিনি।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি নিজের পরিবারের একটি চাঞ্চল্যকর সাইবার অপরাধের ঘটনা প্রকাশ করেছেন। মুম্বাই পুলিশের সহযোগিতায় আয়োজিত এক সাইবার সচেতনতা অনুষ্ঠানে তিনি জানান, তাঁর মেয়ে নিটারা এক অনলাইন গেম খেলতে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে অশালীন বার্তা পান।
কীভাবে ঘটেছিল ঘটনাটি
অক্ষয় বলেন, “কয়েক মাস আগে আমার মেয়ের সঙ্গে একটি ভয়ংকর ঘটনা ঘটে। সে ভিডিও গেম খেলছিল, যেখানে অচেনা লোকজনের সঙ্গে খেলা যায়। খেলার মাঝেই এক ব্যক্তি জানতে চায়, ‘তুমি ছেলে না মেয়ে?’ সে উত্তর দেয় ‘মেয়ে’। এরপরই আসে বার্তা—‘তুমি কি তোমার নগ্ন ছবি পাঠাতে পারবে?’ তখনই সে গেম বন্ধ করে আমার স্ত্রীকে জানায়।”
অভিনেতা জানান, এমন ঘটনা কেবল তাঁর পরিবারের নয়—দেশজুড়ে বহু শিশু প্রতিদিন এমন অনলাইন হুমকির মুখে পড়ছে। তিনি সতর্ক করে বলেন, “এইভাবেই সাইবার অপরাধের শুরু হয়। অপরাধীরা বন্ধুত্বের মাধ্যমে বিশ্বাস অর্জন করে, তারপর ফাঁদ পেতে বসে।”
অক্ষয় কুমার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব—সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন ‘সাইবার পিরিয়ড’ চালু করা হোক। এতে শিশুদের শেখানো হবে কীভাবে অনলাইন বিপদ থেকে নিজেদের রক্ষা করতে হয়।”
আরো পড়ুন: হুয়াওয়ে নোভা ফ্লিপ এস-এ আসছে নতুন কিরিন চিপসেট
তিনি আরও বলেন, “এই অপরাধ এখন রাস্তায় ঘটে যাওয়া অপরাধের চেয়েও দ্রুত বাড়ছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মুখে পড়বে।”
অক্ষয় কুমার দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক উদ্যোগের সঙ্গে যুক্ত। এবার তাঁর নেতৃত্বে শুরু হওয়া এই সচেতনতা কর্মসূচিতে মুম্বাই পুলিশও অংশ নিচ্ছে। উদ্দেশ্য—অভিভাবক ও শিশুদের মধ্যে সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, অক্ষয়ের এই উদ্যোগ সাইবার নিরাপত্তা শিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
মহারাষ্ট্র সরকার অক্ষয়ের প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগ ও সাইবার সেল যৌথ বৈঠক করবে বলে সূত্র জানিয়েছে।