২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য মাত্র ২৪ ঘণ্টায় আবেদন এসেছে দেড় মিলিয়নেরও বেশি। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডসহ ২১০ দেশের ফুটবল ভক্তরা অংশ নিয়েছেন। এই প্রাথমিক আবেদনের মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম বৃহৎ উত্তেজনার প্রমাণ মিলেছে, যা আগামী বছরের জুনে শুরু হবে।
টিকিট প্রিসেল ড্র শুরু
ফিফা জানিয়েছে, টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আবেদন ১৫ লাখ ছাড়িয়েছে। প্রাথমিকভাবে আবেদন শুধুমাত্র ভিসা কার্ডধারীরা করতে পেরেছেন। ২০২৬ বিশ্বকাপে মোট ৪৮ দল অংশ নেবে এবং ১৬ শহরে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আবেদনের ধাপ ও লটারির নিয়ম
প্রাথমিক আবেদনের সময়সীমা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আবেদনের পর লটারির মাধ্যমে বিজয়ীদের ই-মেইল জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে। এরপর ১ অক্টোবর থেকে নির্ধারিত সময় অনুযায়ী টিকিট কেনা যাবে। টিকিট ক্রয়ের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে, সরাসরি কেনার কোনো সুযোগ নেই।
আরো পড়ুন: এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, উত্তেজনার ম্যাচের পরিসংখ্যান
টিকিটের দাম ও শ্রেণিবিন্যাস

গ্রুপ পর্বের টিকিটের দাম শুরু হবে ৬০ মার্কিন ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। এরপর ভেন্যু-নির্দিষ্ট এবং দল-নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে। ফিফা জানিয়েছে, প্রথম ধাপে ডায়নামিক প্রাইসিং থাকবে, অর্থাৎ চাহিদা অনুযায়ী টিকিটের দাম পরিবর্তিত হবে।
আন্তর্জাতিক উত্তেজনা
সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক তিন দেশ থেকে। এরপর রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির দর্শকরা। ফিফার চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেছেন, ‘এত বিপুল সংখ্যক আবেদন দেখাচ্ছে, বিশ্বকাপ ২০২৬ পুরো বিশ্বের ফুটবল ভক্তদের মধ্যে কতটা উত্তেজনা সৃষ্টি করেছে।’