Sunday, October 12, 2025
Homeবাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করেছে শক্তিশালী দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক শাই হোপ। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর ঢাকায়। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৩ অক্টোবর, আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরেও ফিরে এসেছেন ওয়ানডে দলে। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গু। অভিজ্ঞ ওপেনার এভিন লুইস কাঁধের চোটের কারণে ওয়ানডে দলে জায়গা পাননি।

ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বলেন,

এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য বড় সুযোগ।

ওয়ানডে দলে নামানো খেলোয়াড়রা:

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড

আরো পড়ুন:হামজারা নিয়ম ভেঙেছেন ক্ষোভে ফুঁসছেন হংকং কোচ ওয়েস্টউড

টি-টোয়েন্টি দলে নামানো খেলোয়াড়রা:

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‍্যামন সিমন্ডস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ