Vivo V30e Price in Bangladesh 2024, Full Specs & Review
Vivo নিয়ে আসছে Vivo V30 ও Vivo V30 Pro এর পরের সিরিজ Vivo V30e. Vivo V30 সিরিজের আগের দুটো ফোনের প্রসেসর ছিল মিডিয়াটেক এর কিন্তু Vivo V30e ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ প্রজন্ম 1 চিপসেট। মানে আগের থেকে এই Vivo V30 সিরিজের নতুন মোবাইলটি অনেক শক্তিশালী হবে বলে আশা করা যায়।
Vivo একটি তালিকা প্রকাশ করেছেন সেখানে দেখা গেছে Vivo V30e ফোনের মডেল নাম্বার V2339 এবং ফোনটিতে ৫-জি নেটওয়ার্ক থাকবে। ফোনটির কোর টেস্ট করে পাওয়া গেছে একক-কোর 923 এবং মাল্টি-কোর 2743 এটি Geekbench 6.0.0 এর Android AArch64.
Vivo V30e ফোনটিতে 8 GB র্যাম ও 256 GB স্টোরেজ বাজারে আসবে। এছাড়া 12GB র্যাম যুক্ত ফোনও আসতে পারে তবে এই বিষয় সঠিক জানা যায় নাই।
Vivo V30e মোবাইল ফোনে 6.78 ইঞ্চি ডিসপ্লে সাথে FHD+AMOLED 120 Hz থাকবে।
Vivo V30e ফোনের ক্যামেরা থাকবে ৬৪ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা এবং মেইন ক্যামেরার সাথে আট মেগাপিক্সেল আল্টা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর বিশিষ্ট থাকবে। এছাড়া ফোনটিতে সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল থাকবে। এই ফোনটি Vivo V30 সিরিজের ফোনগুলোর মধ্য ক্যামেরার দিক দিয়ে এই ফোনটি এগিয়ে থাকবে বলে আশা করা যায়।
Vivo V30e ফোনের ব্যাটারি 5000 mAh এর সাথে 80W ফাস্ট চার্জিং টাইপ-সি। ১০০ পার্সেন্ট চার্জ হতে সর্বোচ্চ ৪৮ মিনিট টাইম লাগবে।
Vivo V30e ফোনে 2G,3G,4G,5G Support থাকবে এবং ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে।
তো বন্ধুরা এই ছিল Vivo V30e এর ফাঁস হওয়ার তথ্য। এছাড়া খুব তাড়াতাড়ি এই ফোনটির ফুল রিভিউ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ফোনটির দাম কত টাকা হবে এবং ফোনটির মার্কেট এর সকল বিস্তারিত পরবর্তী পোস্টে পাবেন তাই আমাদের গুগল নিউজটি ফলো করে রাখুন।