Realme GT5 Pro

Realme GT5 Pro – হাতের ইশারায় চলবে নতুন রিয়েলমি স্মার্টফোন

বাজারে এই প্রথম realmi নিয়ে আসছে এআই সম্পৃক্ত ফিউচার যা আপনার হাতের অঙ্গভঙ্গি দ্বারা নিয়ন্ত্রণ হবে স্মার্টফোনটি। আপনি এই স্মার্টফোনটি 12 টি বায়ু অঙ্গভঙ্গি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন তার বেশি পারবেন না। তবে এই এআই দ্বারা শুধুমাত্র কয়েকটি সোশ্যাল নেটওয়ার্কিং এবং বেশ কিছু application নিয়ন্ত্রণ করতে পারবেন।

বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে জানাবো রিয়েলমি জিটি৫ প্রো ফোনটিতে কি কি রয়েছে এবং এর ব্যবহার কি কি?

Realme GT5 Pro all features

Realme GT5 Pro প্রসেসর: একটি ফোন মার্কেটে যখন নতুন আসে তখন আমরা প্রথমেই লক্ষ্য করি তার প্রসেসর কেমন এবং কতটা শক্তিশালী?
বর্তমান প্রজন্মের তারা একধাপ এগিয়ে ৩য় প্রজন্মের Snapdragon® 8 ফ্ল্যাগশিপ কোর ব্যবহার করেছেন। তাতে রিয়েলমি জিটি৫ প্রো Ai V75 ব্যাপক শক্তিশালী কম্পিউটিং। রিয়েলমি জিটি৫ প্রো CPU: TSMC 4nm, 8 Core Processor, New 1+3+2+2 আর্কিটেকচার এবং 3.3GHz ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ। রিয়েলমি জিটি৫ প্রো GPU: Adreno™ 750 @903MHz.

Realme GT5 Pro Processor Chipset

Realme GT5 Pro মেমোরি ও ক্ষমতা

প্রচুর শক্তিশালী র‍্যাম: ১২জিবি/১৬জিবি LPDDR5X মডেলের এবং রম: ২৫৬জিবি/৫১২জিবি/১টিটাবাইট UFS 4.0

আপনি এই ফোনটিতে যে পরিমাণ র‍্যাম ও রম পাচ্ছেন তা দিয়ে খুবই ইস্মুত ভাবে ভারী ভারী গেম প্লে করতে পারবেন। এছাড়া গেম প্লেতে খুবই টাচ স্পিড পাবেন যেটি অন্যদের থেকে এগিয়ে রয়েছে।

রিয়েলমি জিটি৫ প্রো ডিসপ্লে:

ফোনটির ডিসপ্লে আকার পাবেন ৬.৭৮ ইঞ্চি এবং আপনি ২৭৮০*১২৬৪ রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। প্রধান ডিসপ্লে উপাদান হয়েছে AMOLED দিয়ে। এছাড়া স্কীন টু বডি অনুপাত ৯৪.২% ও রিফ্রেশ রেট: ১৪৪Hz

Realme GT5 Pro ক্যামেরা:

ফোনের সবচেয়ে বেশি চাহিদা থাকে ক্যামেরায়। ছোট-বড় সবারই ভালো ক্যামেরা চাহিদা থাকে তাতে সে ভালো ছবি, ভিডিও রেকর্ডিং করতে পারে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই নিজেকে প্রকাশ করতে চান ছবি ও ভিডিওর মাধ্যমে। তাইতো রিয়েলমি জিটি৫ প্রো নিয়ে আসছে সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা তাতে সেন্সর রয়েছে IMX615 এবং সেন্সরের আকার ১/২.৭৪ ইঞ্চি। এছাড়া রিয়েলমি জিটি৫ প্রো ফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা এবং তিনটি ক্যামেরার পাওয়ার ৫০+৫০+৮ মেগাপিক্সেল। মেইন ক্যামেরায় LYT-808 OIS সুপার আউটসোল, ২য় ক্যামেরায় রয়েছে IMX890 OIS সুপার লাইট এবং শ্যাডো পেরিস্কোপ টেলিফটো লেন্স ও ৩য় ক্যামেরায় IMX355 112° Ultra ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।


পেছনের ক্যামেরা দিয়ে 8K@30fbs ও সামনের ক্যামেরা দিয়ে 4k@30fbs সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা সম্ভব।

Realme GT5 Pro চার্জিং এবং ব্যাটারি:

অনেকের চাহিদা থাকে ব্যাটারি পাওয়ার অনেক বেশি থাকবে এবং দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিবে। তাই এই ফেনটি নিয়ে আসছে 5400mAh জায়ান্ট ব্যাটারি। মাত্র ১২ মিনিটে ৫০% চার্জ সম্পূর্ণ হবে। আর ১০০% হতে সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতে পারে। এটি খুবই সাধারন চার্জিং স্পিড দেওয়া হয়েছে। ফোনটিতে টাইপ-সি ইন্টারফেস দেওয়া হইছে USB3.2 এছাড়া এই ফোনটি ওয়্যারলেস রিভাস চার্জিং সমর্থন করে।

Realme GT5 Pro নেটওয়ার্ক ও সংযোগ:

ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে। এ ছাড়া আপনি ফাইভ-জি সিম সংযোগ করতে পারবেন। বর্তমানে বিভিন্ন দেশে 5G নেটওয়ার্ক চালু হয়ে গেছে তাই তাদের সাথে তাল মেলানোর জন্য এই ফোনটিও 5g নেটওয়ার্কে সাপোর্ট দিয়েছে। এছাড়া নেটওয়ার্ক ব্র্যান্ড হিসেবে কাজ করবে টু-জি, থ্রি-জি এবং ফোর-জি। এ ছাড়া আপনারা ওয়ারলেস ব্রান্ড ও সংযোগ করতে পারবেন।

Realme GT5 Pro GPS:

Beidou/GPS/Glonass/Galileo/QZSS/NavlC সাপোর্ট করে। এ ছাড়া রয়েছে জিপিএস হিসেবে L1+L5

Realme GT5 Pro সেন্সর:

ফোনটিতে সেন্সর হিসেবে যুক্ত করা হয়েছে জিওম্যাগনেটিক ইন্ডাকশন, লাইট ইন্ডাকশন, দূরত্ব সেন্সিং, এক্সিলারেশন সেন্সর, জাইরোস্কোপ, রিয়ার মাল্টিস্পেকট্রাল। এই ফোনটিতে যে সকল সেন্সর ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এআই সেন্সর যেটি মানুষের অঙ্গভঙ্গি গুলো বুঝে থাকেন। এবং কোন প্রকার হাতের টাচ ছাড়াই শুধুমাত্র হাতের ইশারায় ফোনের বিভিন্ন এপ্লিকেশন গুলো চলবে।

Realme GT5 Pro ভার্সন:

রিয়েলমি জিটি৫ প্রো ফোনটিতে বর্তমান প্রজন্মের চেয়ে এগিয়ে Android 14 ব্যবহার করেছেন। realme Ul 5.0

রিয়েলমি জিটি৫ প্রো কালার:

স্মার্টফোনটির মোট ৩টি কালার রয়েছে সাদা, কালো ও লালচে।

মোবাইলটি চায়নার আবিষ্কার। Realme GT5 Pro Made In China.

রিয়েলমি জিটি৫ প্রো মোবাইলটি ইতিমধ্য মার্কেটে লঞ্চ করা হয়েছে। তবে প্রথমেই অফিসিয়ালি ভাবে ইন্ডিয়ায় লঞ্চ করা হবে। বাংলাদেশে কবে লঞ্চ করা হবে এটা নিয়ে এখনো কোনো সারা নেই। তবে খুব শীঘ্রই বাংলাদেশে ও তারা লঞ্চ করবে অ্যান-অফিসিয়ালি ভাবে।

Realme GT5 Pro Price 2024

বর্তমান মোবাইলটির দাম আনুমানিকভাবে ধরা হয়েছে কারণ এটি এখনো মার্কেটে পুরোপুরিভাবে লঞ্চ করা হয়নি। তাই আনুমানিকভাবে দাম ধরা যায়।

Realme GT5 Pro Price in India

12GB/256GB Price = ₹39,890
16GB/256GB Price = ₹43,400
16GB/512GB Price = ₹47,000
16GB/1TB Price = ₹50,500

১০০০০ টাকায় সেরা ৫টি 5G মোবাইল ফোন ২০২৪

Realme GT5 Pro Price in Bangladesh

Unofficial:
12GB/256GB Price = ৳69,999 (cn)
International:
12GB/256GB Price = ৳52,500
16GB/256GB Price = ৳57,100
16GB/512GB Price = ৳61,800
16GB/1TB Price = ৳66,400

যারা ভাবতেছেন ৫০ থেকে ৬০ হাজার টাকায় ভালো একটি মোবাইল ফোন কিনবেন তারা চাইলেই এই ফোনটি ভালো করে দেখতে পারেন। এই ফোনটিতে অন্যান্য ব্রান্ডের থেকে এগিয়ে রয়েছে প্রজন্মের দিক দিয়ে। তাই আপনি যদি সবার থেকে এগিয়ে থাকতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। তাই আমি বলতেছি আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে এই ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে শুনে বুঝে শুনে তারপর ফোনটি কিনবেন।

বন্ধুরা আশা করি আপনি আমার এই পোস্টটি দেখে অনেক উপকার পাবেন। তাই আমাদের ওয়েবসাইটে আরো ভালো ভালো টিপস ও অজানা কিছু জানতে চাইলে এখুনি আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন। ফলো করতে এখানে ক্লিক করুন

Post Share Now

দ্রুত আপডেট পেতে ফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *