১০০০০ টাকায় সেরা ৫টি 5G মোবাইল ফোন ২০২৪
আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে ভালো মানের ৫জি ফোন কিনতে চান তাহলে আজকরে পোস্ট আপনার জন্য। আজকে বাছাই করা ৫টি শেরা 5G মোবাইল এর কথা বলব। এর মধ্যে থেকে আপনার পছন্দের ফোনটি আপনি কিনতে পারেন।
আপনি মনে করতে পারেন হয়তো এই বাজেটের মধ্যে ভালো ব্রান্ডের ফোন পাবেন না। কিন্তু আপনি ভাবতে পারবেন না যে এই ফোন গুলো ব্রান্ড ফোন ও কম দামে ৫জি ফোন পাবেন তাও ১০০% অরজিনাল।
সেরা ৫টি 5G ফোন
1. Poco M6 5G
2. Redmi 13C 5G
3. Itel P55 5G
4. Infinix Hot 30 5G
5. Lava Blaze 2 5G
যদের বাজেট ১০ হাজার থেকে ১৩ হাজার টাকা তারা এই ফোন গুলো দেখতে পারেন। কম বাজেটের মধ্যে খুবই উন্নত মানের করছে। নিচে সংক্ষিপ্ত ধারনা দেওয়া হল?
১. পোকো এম৬ ৫জি রিভিউ
শাওমি পোকো M6 ৫জি ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে ২২শে নভেম্বর ২০২৩ সালে। এই ফোনটি ইতিমধ্যে অনেকেই ব্যাবহার করেছেন। তারা যেটুকু জানালে যে ফোনটির ব্যাটারি অনেক পাওয়ারফুল। Poco m6 5g ফোনটির ব্যাটারি পাওয়ার পাবেন 5000mAh. ফোনটির সাইজ ৬.৭৪ ইঞ্চি ৯০ হার্জে ফুল HD+ ও ওজন ১৯৫ গ্রাম। যেহেতু ফোনটির সাইজ একটু বড় সেহুতো তার ওজনটা একটু বেশি। Poco M6 5G ফোনটিতে রানিং অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে কিনতে পারবেন। এবং খুব তাড়াতাড়ি ১৪ ভার্সনে আপডেট করতে পারবেন। এছাড়া Poco M6 5G ফোনটির র্যাম থাকছে ৪জিবি, ৬জিবি ও ৮জিবি এবং রোম পাচ্ছেন ১২৮ ও ২৫৬ জিবি। ক্যামেরার দিক দিয়ে থাকছে সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল সেন্সর ও ফিছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। পোকো ফোন গুলোর ক্যামেরা খুবই ভালো তাই নতুন করে বলার কিছু নেই।
Poco M6 5G Price
POCO M6 5G Price In India
4GB/128GB Price – ₹10,499
6GB/128GB Price – ₹11,499
8GB/256GB Price – ₹13,499
Poco M6 5G Price In Bangladesh
4GB/128GB Price – ৳13,999
6GB/128GB Price – ৳14,999
8GB/256GB Price – ৳15,999
সেরা ৫টি 5G মোবাইল
২. রিডমি ১৩সি ৫জি রিভিউ
অসাধারণ একটি ফোন Redmi 13C 5G যেটা অল্প বাজেটের মধ্যে শেরা। Redmi 13C 5G ফোনটির র্যাম ৪জিবি, ৬জিবি ও ৮জিবি ও রোম পাবেন ১২৮ জিবি ও ২৬৫ জিবি। সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল ও ফিছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল + ০.০৮ মেগাপিক্সেল ডুয়েল প্লাস এলইডি। Redmi 13C 5G ফোনের পাওয়ার পাবেন ৫০০০ mAh এবং ফাস্ট সার্জার টাইপ-সি। Redmi 13C 5G ফোনের ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি, ২৬০ পিপিআই এর ৯০Hz রিফ্রেশ রেট।
Redmi 13C 5G Price
Redmi 13C 5G Price In India
4GB/128GB Price – ₹10,999
6GB/128GB Price – ₹12,499
8GB/256GB Price – ₹14,499
Redmi 13C 5G Price In India
4GB/128GB Price – ৳14,500
6GB/128GB Price – ৳ 16,500
8GB/256GB Price – ৳19,000
৩. আইটেল পি৫৫ ৫জি রিভিউ
Itel কোম্পানি কম দামি ফোন হলেও এটা মার্কেটে খুবই জনপ্রিয়। কারন সবার সামর্থ এর মধ্যে এই ফোন গুলো কিনতে পারেন। এই ফোন অল্প দাম এর মধ্যে খুবই ভালো ফিচার ও দামি ফোনের মডেলের রাম ও রোম দিয়ে থাকেন। তাই তারা এই প্রথম স্বল্প বাজেটে ৫জি ফোন নিয়ে আসছে। Itel P55 5G ফোনে পাচ্ছেন ৪জিবি ও ৬ জিবি র্যাম এবং রোম হবে ৬৪ জিবি ও ১২৮ জিবি। সামনের ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও পিছনে ক্যামেরায় ৮ মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি পাওয়ার ৫ হাজার mAh টাইপ-সি ফাষ্ট চার্জার। Itel P55 5G ফোনটির পারফরম্যান্স খুবই ভালো এবং ফোনটির সাইজ ৬.৬ ইঞ্চি, যেটা হাতে ব্যাবহার করতে সক্ষম।
Itel P55 5G Price
Itel P55 5G Price in India
4GB/64GB Price – ₹8,499
6GB/128GB Price – ₹9,999
Itel P55 5G Price in Bangladesh
4GB/64GB Price – ৳11,000
6GB/128GB Price – ৳13,000
সেরা ৫টি 5G মোবাইল
৪. ইনফিনিক্স হট ৩০ ৫জি রিভিউ
Infinix hot 30 5G ফোনের ব্যাটারি ৬০০০ mAh ফাষ্ট চার্জার টাইপ-সি। ইনফিনিক্স ফোন গুলো ব্যাটারির দিক দিয়ে সবার থেকে এগিয়ে থাকে। এটা শুধু নামে না তারা কাজেও প্রমানিত হয়েছে। তাই আপনি যদি বেশি সময় ধরে ফোনের ব্যাটারি ব্যাকআপ চান তাহলে এটি সয়েস করতে পারেন। এছাড়া ফোনে আছে ৪জিবি ও ৮জিবি র্যাম ও রোম পাবেন ১২৮ জিবি। ক্যামেরায় পাচ্ছেন ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল। ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি আসলে এই ফোনগুলো সাইটটা অনেক বড় হয়। ফোনটি নতুন ভার্সনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ১৩ এবং নেক্সট আপডেট ফিচার ও ভার্সনে আপডেট করতে পারবেন।
Infinix hot 30 5G Price
Infinix hot 30 5G Price in India
4GB/128GB Price – ₹11,799
8GB/128GB Price – ₹12,644
Infinix hot 30 5G Price in Bangladesh
4GB/128GB Price – ৳15,500
8GB/128GB Price – ৳16,500
৫. লাভা ব্লাজ ২ ৫জি রিভিউ
Lava Blaze 2 5G ফোনটির ডিসপ্লে অসাধারণ ভিউ। মোবাইলটির সামনে ক্যামেরা ৫০ মেগাপিক্সেল দুয়েল এবং পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনটির সাইজ ৬.৫৬ ইঞ্চি ও ২৬৭ পিপিআই তারা ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। মোবাইলটির পাওয়ার পাবেন ৫০০০ এমএইস। আপনি এই বাজেটের মধ্যে এই ফোনটি ও ধরে নিতে পারেন। এছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে চার জিবি ও ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি রোম।
Lava Blaze 2 5G Price
Lava Blaze 2 5G Price in India
4GB/64GB Price – ₹8,099
6GB/128GB Price – ₹10,999
Lava Blaze 2 5G Price in Bangladesh
4GB/64GB Price – ৳10,500
6GB/128GB Price -৳14,500
আপনাদের জন্য উপরে বাছাই করা পাঁচটি সেরা ৫জি ফোন এর লিস্ট দেওয়া হলো। আশা করি আপনি যদি ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে একটি ভাল ফাইভ জি ফোন কিনতে চান তাহলে উপরে ফোন গুলো দেখতে পারেন। আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করতে পারি উপরে এক নাম্বার ও দুই নাম্বার। এ ছাড়া আপনি পার্টি ফোনই ভালো করে দেখে নিবেন যেটা আপনার পছন্দ হবে সেটি আপনি কিনতে পারেন।