মাত্র ৩০ হাজার টাকায় তৈরি হলো স্পোর্টস মোটরবাইক
মাত্র ৩০ হাজার টাকায় তৈরি হলো স্পোর্টস বাইক। এই বাইকটি তৈরি করেছে বাংলাদেশী ব্যক্তি। তার বাড়ি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামের নাম তার সোহেল রানা।
এই মোটরবাইকটি মূলত এটি সাইকেল দিয়ে তৈরি করা। তার ইচ্ছা ছিল একটি স্পোর্ট বাইক কেনার কিন্তু তার সামর্থ্য ছিল না। এই কারণে সে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সাইকেল দিয়ে তৈরি করল একটি মোটরসাইকেল তাও আবার স্পোর্টস বাইক।
এই বাইকটি তৈরি করতে তার মোট খরচ হয়েছে ৩০ হাজার টাকার মত। এই বাইটা তৈরি হয়েছে একটি সাইকেল, ইলেকট্রনিক্স মটর, পঞ্চ ও বিভিন্ন তার দিয়ে।
তার এই বাইকটি দেখতে অনেকেই তার বাড়ি যাচ্ছে। এবং কেউ কেউ চাইতেছে এই বাইকটি চালায় দেখতে।
মোঃ সোহেল রানার এই স্পোর্টস বাইকে মাত্র ১০ টাকার বিদ্যুৎ খরচে ৭০ কিলোমিটার চলাচল করতে পারে।
আসলে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষেরই এরকম কিছু ট্যালেন্ট রয়েছে। যেটা হয়তো টাকার অভাবে বাস্তবের রূপান্তর করতে পারো না। এই মোঃ সোহেল রানা শুধু এই বাইকটি নয় আরো বিভিন্ন ধরনের মুভির রোবট ও গাড়ি তৈরি করেছে।