রবি সিমে রোমিং চালু করার উপায় – দেশের রবি সিম বিদেশে ব্যবহার
আপনি আপনার বাংলাদেশের রবি সিমটি ব্যবহার করতে পারবেন বিদেশ থেকে। এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং ইন্টারন্যাশনাল ভাবে রবি সিমটি রোমিং চালু করবেন তা নিয়ে আজকের পোস্ট।
আপনি যেকোনো দেশ থেকেই আপনার রবি সিমটি রোমিং সার্ভিস চালু করে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে বাংলাদেশ থেকে। অথবা আপনি যদি বিদেশে চলে যান তাহলে কারো মাধ্যমে এই সার্ভিসটি চালু করে নিতে পারবেন। তবে আমি বলব যদি আপনি বিদেশে যেতে চান এবং বিদেশে গিয়ে আপনি এই রবি সিম টি ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আগেই বাংলাদেশ থেকে আপনার সিমটি রোমিং সার্ভিস চালু করে নিবেন।
রবি রোমিং সার্ভিস কি
হাফিজ যে রবি সিমটি বাংলাদেশে বসে ব্যবহার করেছেন। সেই সিমটি রোমিং সার্ভিস এর মাধ্যমে বিদেশে গিয়ে ব্যবহার করতে পারবেন।
রবি রোমিং সার্ভিস একটিভ | robi roaming activation
প্রথমে আপনার “My Robi” অ্যাপসটিতে রবি নাম্বার দিয়ে একাউন্ট খুলে নিবেন।
তারপর মাই রবি অ্যাপসটিতে হোম পেজ থেকে ‘ View Now ‘ বাটনে ক্লিক করুন।
এরপর ” Roaming ” বাটনে ক্লিক করে পরের পেজে আসুন।
এই পেজে দুটি অপসন পাবেন। সেখান থেকে ” Active Now ” বাটনে ক্লিক করুন।
তারপরের পেজে একটি ফরম দিবে নিজের সকল তথ্য দেওয়াড জন্য। এখানে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
১. আপনার পাসপোর্ট নাম্বার
২. আপনার পাসপোর্টের শেষ মেয়াদ তারিখ
৩. আপনার দেশ ” বাংলাদেশ ” সিলেক্ট করুন
৪. আপনার ফোনের একটি জিমেইল এড্রেস।
এই সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর ” Next” বাটনে ক্লিক করে পরের পেজে আসুন।
আপনি কত ডলার এই রোমিং ব্যালেন্সে রাখতে চান সেটে লিখুন। এটি মূলত আপনার রবি সিমে রোমিং চালু করার জন্য মিনিমাম ১০ ডলার ডিপোজিট করতে হবে। এর থেকে আপনি বেশিও করতে পারবেন। এখানে যে ডলার দিয়ে আপনি একাউন্ট একটিভ করবেন সেটি আপনার ব্যালেন্সে অ্যাড থাকবে।
• আপনার টপ-আপ ডলার সংখ্যা লিখুন
এরপরের পেজে আপনাকে নিয়ে আসবে। সেখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার, শেষ তারিখ, CVV কোড দিয়ে কার্ডে Dollar Top-Up সম্পূর্ণ করে নিন।
পেমেন্ট করার পর পরবর্তীতে নিয়ে আসবে আপনাকে। এখানে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এখান থেকে কখনই বের হবেন না অথবা এই পেজটি কেটে দিবেন না। তাহলে কিন্তু আপনার সার্ভিসটি একটিভ হবে না। তাই যত সময় এই পেজের লোডিং নিবে তত সময় আপনাকে অপেক্ষা করতে হবে।
লোডিং টাইম শেষ হওয়ার পর যদি সঠিকভাবেই সম্পূর্ণ হয় তাহলে আপনাকে ” congratulation ” দিবে। তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
রবি রোমিং সার্ভিস চালু করার পর মোবাইলে যে সেটিংগুলো করতে হবে?
প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং এ্যাপসে যাবেন।
সেখানে ” Mobile Network ” অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
তারপর আপনার রবি সিম টি যে স্লটে থাকবে সেটির উপর ক্লিক করুন।
পরের পেজ আসবে এখানে ” VoLET Calls ” অপসনটি (OFF) অফ করে দিবেন।
যদি আপনার ফোনটি 5G হয় তাহলে নেটওয়ার্ক সিলেক্ট করুন 4G.
আর 4G ফোন হলে 3G নেটওয়ার্ক সিলেক্ট করুন।
পরের সেটিং হল “Carrier” অপসনটি যদি অটোচালু থাকে তাহলে অফ করে দিন। যদি কাজ না করে তাহলে ফোন বন্ধ করে আবার চালু করে অন করে দিন।
এইভাবে মূলত আপনি আপনার রবি সিমটিতে রোমিং সার্ভিস চালু করে বিদেশে বসে ব্যবহার করতে পারবেন।