জন্মনিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ – বিকাশ স্টুডেন্ট একাউন্ট
এখন থেকে স্টুডেন্টদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আছে। এখন স্টুডেন্টরাও কোনো প্রকার এনআইডি কার্ড ছাড়া অর্থাৎ জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবে। সো আজকের এই পোস্টে মূলত সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে একজন স্টুডেন্ট কিভাবে তার জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলবে।
তার আগে বলছি বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি কন্ডিশন প্রয়োজন বা কি কি জিনিসপত্র লাগবে।
- প্রথমত হচ্ছে, বাবা বা মায়ের নামে সচল একটা বিকাশ একাউন্ট খোলা থাকতে হবে
- দ্বিতীয়দল হচ্ছে, ডিজিটাল জন্মা নিবন্ধন থাকতে হবে
- তৃতীয়ত হচ্ছে, বয়সটা ১৪ থেকে ১৮ মধ্যে হতে হবে
bkash student account
ওকে যদি তোমার এই কন্ডিশন গুলো ফুলফিল করা থাকে তাহলে তুমি কিভাবে বিকাশ একাউন্ট খুলবা সেটা এখন দেখাব শুরুতেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাটনে গিয়ে তোমাকে লিখতে হবে বিকাশ। দেন বিকাশের এপস চলে আসবে বিকাশের এপসটাকে ইন্সটল করার পর ওপেন করুন।
ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে এখন দেখো এখানে একটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে ”লগইন / রেজিস্ট্রেশন” জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে।
ক্লিক করার পর একটা ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে তুমি বিকাশ একাউন্টটা খুলবা সেই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এখন পরবর্তীর পাশে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে।
- সিমের মেয়াদ বাড়ানোর নিয়ম – সিম বন্ধ থাকলেও মালিকানা পরিবর্তন করতে পারবে না সিম কোম্পানি
- বিকাশ-নগদ একাউন্ট হ্যাক করে যেভাবে হ্যাকার
এখন এই সিম কোন অপারেটর সেটি সিলেক্ট করতে বলছে। তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো কিছুক্ষণ আগে সেটা কোন অপারেটর সেটা সিলেক্ট করে দিতে হবে।
তারপর এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে জাতীয় পরিচয় পত্র আরেকটা হচ্ছে জন্মসনদ। যেহেতু তুমি স্টুডেন্ট সো তোমাকে জন্মসানদ দিয়েই এই বিকাশ একাউন্টটা খুলতে হবে। সো এখান থেকে জন্মসনদটাকে সিলেক্ট করতে হবে। এখন তোমার সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে তারপর জাস্ট এলাও করে দিলেই হচ্ছে আর কিছু লাগবে না।
অটোমেটিক নাম্বারটা এখানে নিয়ে নিবে তারা এক্ষেত্রে তুমি যে ফোন থেকে আসলে বিকাশ একাউন্টটা খুলবা সেই ফোনে কিন্তু সিমটা ইনসার্ট করা থাকতে হবে ওকে।
ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এখান থেকে যে অপশনটা আসবে এখানে বেশ কিছু শর্ত বানি দিয়েছে এগুলো ভাই পড়ে নিবা। এগুলো পড়ার পর তুমি এই যে সম্মতি আছে জাস্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে।
এখন এখান থেকে বলছে যে তোমাকে ডিজিটাল জন্মসানদ একটা ছবি তুলতে হবে। এবার তোমার ক্যামেরাটা চালু হয়ে যাবে ওকে জাস্ট এখন ছবিটা তুলে নিলেই হচ্ছে।
ছবি তোলার পর দেখতে পারছো যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এইখান থেকে তোমার নিজের নামটা দেখাবে, তোমার জন্ম তারিখটা দেখাবে, তোমার জন্ম সনদ নাম্বারটা দেখাবে ওকে এটা কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হবে।
এগুলো তুমি ঠিকঠাক মত চেক করে নিবা যদি দেখো যে তোমার যে নামটা সে ঠিকঠাক মত এসেছে বা তোমার জন্ম তারিখটা বা তোমার সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাক মত এসেছে তাহলে তোমার পরবর্তী চলে যেতে হবে।
আর না হলে যদি দেখো যে কোন জায়গায় ভুল আছে তাহলে তুমি সেটাকে সঠিক করে তারপর পরবর্তী স্টেপে চলে যাবেন।
এখন যে কাজটা করবা নিচের দিকে পরবর্তী পাশে আবারো যে তির চ্ছিন্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবা দেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা তারপর হচ্ছে আয়ের উৎস এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পেশা শিক্ষার্থী এইটুকু সিলেক্ট করে তারপর নিচের দিকে থাকা পরবর্তী ক্লিক করে দিতে হবে।
ওকে দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমার বাবা বা মার বিকাশ একাউন্ট নাম্বারে তথ্য দিতে হবে। এখন কথা হচ্ছে বিকাশ একাউন্টটা যদি তোমার বাবার হয় তাহলে তোমার বাবার নাম দিবা। তোমার বাবার ফোন নাম্বার দিবা।
আর মায়ের হইলে মায়ের নাম দিবা মায়ের ফোন নাম্বার দিবা সো এখান থেকে সম্পর্ক দেওয়া আছে সম্পর্কে এখান থেকে সিলেক্ট করে দিবা যে বাবা নাকি মারটা দিচ্ছো।
এটা সিলেক্ট করে দেওয়ার পর তাদের তারপর এখান থেকে বাবা মায়ের নামটা লিখতে হবে এটা ইংলিশ লিখতে হবে বাংলায় না।
তারপর হচ্ছে তাদের যে বিকাশ একাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খোলা থাকবে সেই ফোন নাম্বারটা দিতে হবে।
নিচের দিকে একটা অপশন আসছে এখান থেকে ছবি তোলার জন্য ঠিক আছে জাস্ট এখানে তিরচিহ্নতে ক্লিক দেয়ার পর তুমি তোমার ছবিটা তুলে নিবা। ওকে ছবি তোলার সময় একটা জিনিস একটু নোটিশ করতে হবে দেন লাইটটা ঠিকঠাক মত আছে কিনা বা ছবিটা স্পষ্ট হচ্ছে কিনা এই জিনিসটা একটু খেয়াল করে ভালো একটা ছবি তুলতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেলে এখান থেকে তোমাকে বলবে যেআপনার তথ্য সাবমিট করা হয়েছে।
তথ্য সাবমিট করার পর তোমার কিন্তু আরেকটা কাজ রয়েছে। তুমি যে তোমার বাবা অথবা মায়ের যে বিকাশ নাম্বার দিয়েছো সেখানে কিন্তু তারা একটা কোট পাঠাবে সেই সিমে এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে।
পরবর্তী বাটনের পাশে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাকে বলবে যে বিকাশে পিন সেট করতে হবে। ৫ সংখ্যার পিন তুমি সেট করে নিবা ওকে সেট করে নিলেই তোমার বিকাশ একাউন্টটা কিন্তু খোলা হয়ে যাচ্ছে।
দেন তুমি বিকাশের অ্যাপসে যাওয়ার পর তোমার ফোন নাম্বারটা দিবা এবং এখন যে পিনটা দিচ্ছ সেই পিনটা দিয়ে তুমি কিন্তু ইজিলি লগইন করতে পারবা।