ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন 2024

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন 2024

হ্যালো বন্ধুরা, আপনি কি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন? অথবা আপনি আপনার নিজের ছবি দিয়ে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে চান? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য! আজকের পোস্টে আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে হয়?

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার জন্য আপনি অ্যাপস অথবা ওয়েবসাইট খুঁজে থাকেন। কিন্তু কিভাবে প্রফেশনাল ভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন এ বিষয়ে জানেন না।

তাই আপনি নিজেই নিজের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার বা ব্যানার তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে: তা হল আপনাকে কয়েকটি অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হবে ফোনে।

• Photoroom Apk

প্রথমে আপনি প্লে স্টোর থেকে PhotoRoom অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটি দিয়ে আপনি আপনার নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন করতে পারবেন মাত্র এক ক্লিকে। এছাড়া আপনি এখানে আপনার নিজের ফটো আপলোড করার সাথে সাথে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।

ঈদের শুভেচ্ছা বার্তার ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন নিজের ছবি। আর এই নিজের ছবিটা কে আগেই প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনি খুব সহজে যেকোন ফ্রেমে আপনার ছবিটি কে বসিয়ে। একটি সুন্দর শুভেচ্ছা বার্তা তৈরি করতে পারবেন ঈদের জন্য।

  • প্রথমে অ্যাপটি ইন্সটল করুন এবং ওপেন করুন।
  • তারপর নিচে “প্লাস” বাটনে ক্লিক করে আপনার সেই ছবিটি আপলোড করুন।
  • পরবর্তী পেজে নিয়ে যাবে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার ছবিটি দেখাবে।
  • আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটির পর ক্লিক করুন।
  • তারপর উপরের দিকে শেয়ার আইকন পাবেন সেখানে ক্লিক করুন।
  • তারপর আপনার ছবিটি ডাউনলোড করে নিন।

এরপর আপনাকে আপনার পছন্দমত প্লে স্টোর থেকে ঈদের শুভেচ্ছার ফ্রেম এর এপ্স পাবেন। নিচের কিবোর্ড গুলো লিখে সার্চ করুন:

“eid mubarak frame”
“eid mubarak photo frame”
“eid mubarak poster maker”

তারপর আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন।

Eid Mobarak Poster – Posterly Apps

  • অ্যাপসটি ওপেন করুন। আপনি যখন ওপেন করবেন তখন আপনাকে কিছু পারমিশন এলাও করে দিতে হবে। তাই আপনি সকল পারমিশন allow করে দিবেন। তাহলেই কিন্তু আপনি অ্যাপসটির হোম পেজে যেতে পারবেন।
  • হোমপেজে আসলে আপনি অনেক পোস্টার ডিজাইন দেখতে পারবেন। এগুলোকে বলা হয় টেমপ্লেট। তাই আপনি যে টেমপ্লেট টি দিয়ে ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন করতে চান সেটির উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে একটি অপশন আসবে। সেখানে লেখা থাকবে ” Unlock ” এই বাটনে ক্লিক করলে আপনার কাছে একটি অ্যাড শো করবে। সেই অ্যাপটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আনলক হবে।
  • আপনার পছন্দের পোস্টারের পর ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই পেজে আপনাকে এডিট করতে হবে। এখানে আপনি একটি ছবি আপলোড করতে পারবেন। এখানে আপনার নাম এবং ঠিকানা লিখতে পারবেন।
  • তাই আপনি প্রথমে ” add image ” বাটনে ক্লিক করে আপনার ছবিটি সুন্দর করে কেটে আপলোড করুন।
  • আপনার নাম ও ঠিকানায় লিখুন

এখানে এডিট করা শেষ হলে আপনি উপরে ‘Save’ নামে একটি বাটন পাবেন সেটির উপর ক্লিক করুন। আপনার কাছে অ্যাড শো করতে পারে তাই এড গুলো দেখে ক্লোজ করে কেটে দিবেন। এর পরবর্তীতে আপনি ছবিগুলো সেভ করার পাশাপাশি দেখতেও পারবেন।

অথবা’ আপনি প্লে স্টোর থেকে Eid Mubarak frame এই অ্যাপস গুলো ডাউনলোড করতে পারেন। এবং এই অ্যাপসগুলোতেও আপনি একইভাবে আপনার ছবি দিয়ে একই ঈদের শুভেচ্ছা বার্তা তৈরি করতে পারবেন।

Example:

আমি একটি অ্যাপস ইন্সটল করে নিলাম প্লে স্টোর থেকে। আপনি আপনার পছন্দমত যে কোন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে পারেন। তারপর অ্যাপটি ওপেন করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেগুলো এলাও করে দিবেন।

  • এর পরবর্তী পেজ আপনার কাছে আসবে এবং আপনি কোন ধরনের শুভেচ্ছা বার্তা তৈরি করতে চান সেটির উপর ক্লিক করুন।
  • এর পরবর্তীতে আপনার নিজের ছবিটি আপলোড করুন।
  • আপনাকে ঈদের শুভেচ্ছা ফ্রেম থেকে বাছাই করে নিজের পছন্দমত একটি ফ্রেম নিজের ছবির সাথে ম্যাচিং করে ছবিটি এডিট সম্পূর্ণ করুন।
  • তারপর ছবিটি সেভ করে নিন।

হয়ে গেল খুব সহজেই আপনার নিজের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা বার্তা তৈরি করা। আপনি প্রোফাইলের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা, এছাড়া নিজের মত করে একটি ঈদের শুভেচ্ছা বার্তা তৈরি করতে পারবেন।

Post Share Now

দ্রুত আপডেট পেতে ফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *