Top 10 Bangladeshi Powerful Bank – ১০টি শক্তিশালী ব্যাংকের তালিকা

২০২৪ সালে এসে টানা চতুর্থবারের মতো সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক। সাসটেইনবিলিটির রেটিং অনুসারে কোন ব্যাংক শক্তিশালী এবং নিরাপদ এর ফলশ্রুতিতে সাধারণ গ্রাহকরা কিন্তু তা এবার জানতে পারছে।

আপনার কষ্টের অর্থ দেশের সেরা থেকে সেরা ও শক্তিশালী ব্যাংকে রাখতে আজকের এই পোস্ট একটু হলেও কিন্তু আপনাকে সাহায্য করবে। আর টেকসই ব্যাংকিং এর ক্ষেত্রে সার্চ ইন্নভিউটির ব্লেটিং কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাঁচটি সুযোগের উপর ভিত্তি করে এই তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। বর্তমান সময়ে এই তালিকার মধ্যে প্রথমেই রয়েছে টেকসই অর্থায়ন সূচক, দ্বিতীয় সামাজিক দায়বদ্ধতা শ্বেতার সান্যাভাক পারবদ্ধতা, তৃতীয় গ্রীন ফাইনেস বা পরিবেশবান্ধব প্রকল্পের অর্থায়ন, চতুর্থ টেকসই কোর্ট ব্যাংকিং সচল ও পঞ্চম ব্যাংকিং সেবার পরিধি।

Sustainability Rating

NoFinance Companies
1IDLC Finance PLC
2IPDC Finance Limited
3United Finance Limited
NoBank
1BRAC Bank PLC
2City Bank PLC
3Eastern Bank PLC
4EXIM Bank PLC
5Jamuna Bank PLC
6Mutual Bank PLC
7Prime Bank PLC
8Trust Bank Limited
9Unitd Commercial Bank PLC
10Uttara Bank PLC

এর মধ্যে ইস্ট্যান্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক প্রথমবারের মতো স্থান পেয়েছে।

অ্যালবাবেটিক অর্ডারে এই লিস্টটি করা হয়েছে বাকি ছয়টি ব্যাংক ২০২২ সালের রেটিং এ স্থান পেয়েছিল। গত বছরের রেটিং থেকে বাদ পড়েছে কেবল শাহজালাল ইসলামিক ব্যাংক।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরিফিন বলেন, সিটি ব্যাংকী এবারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তিনি বলেন, ১০০ নাম্বারের মধ্যে করা এর রেটিং এ ৪৫ নম্বর দেয়া হয় মুনাফা তারলন্য মূলধন পর্যাপ্ততা খেলাপিরিনের হাড়ের মত কোড় ব্যাংকিং বেল। সামলের হাতের নত’কোড় ব্যায়বাং পারফরমেন্সের উপর এছাড়া ১০ নম্বর দেয়া হয় সব ধরনের বিতরণ নেটওয়ার্ক যেমন দেশজুড়ে ব্যাংকের ফিজিক্যাল ওর ডিজিটাল উপস্থিতির জন্য।

কেন্দ্র ব্যাংকের করা ২০২০ সালের যে সাসটেইনমেন্টের রিপোর্ট ছিল। সেই রিপোর্ট অনুসারে দেশের শরিয়াবিত্তিক তিনটি ব্যাংক কিন্তু এ তালিকায় স্থান পেয়েছিল যেগুলোর মধ্যে আলারাফা ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক, এজাংদাও কিল ইসলামী ব্যাংক বাংলাদেশ এছাড়াও কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ ছিল।

২১ সালে এসে এ তালিকায় স্থান পেয়েছিল দুইটি ব্যাংক যার মধ্যে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং দ্বিতীয়তে ছিল এক্সিম ব্যাংক তবে ২০২২ সালে এসে এ তালিকায় স্থান পেয়েছিল।

ইসলামিক একটি ব্যাংক শাহজালাল ইসলামিক ব্যাংক তবে ২০২৩ সালে এসে এই তালিকায় শুধুমাত্র ইসলামিক ব্যাংক ইস্ট্যান্ট ব্যাংকে কিন্তু স্থান পেয়েছে। এছাড়া বাদবাকি অন্যান্য ব্যাংকগুলো কিন্তু নিচের দিকে গিয়েছে।

এই তালিকা প্রকাশ করার অর্থ এটি হলো, যে দেশের ৬১ টি ব্যাংকের মধ্যে শেরা ১০ ব্যাংক সাসটেইনভিউটির রেটিং অনুসারে অধিক শক্তিশালী পর্যায়ে রয়েছে।

তবে এই তালিকার বাহিরে যেই ব্যাংকগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খারাপ বলছে না বাংলাদেশ ব্যাংক।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *