HomeমোবাইলSymphony L48 বাটন মোবাইল বাজারে: সাশ্রয়ী দামে দারুণ ব্যাটারি ও ক্যামেরা সুবিধা

Symphony L48 বাটন মোবাইল বাজারে: সাশ্রয়ী দামে দারুণ ব্যাটারি ও ক্যামেরা সুবিধা

Symphony l48 বাটন মোবাইল বাজারে: সাশ্রয়ী দামে দারুণ ব্যাটারি ও ক্যামেরা সুবিধা
Symphony L48 বাটন মোবাইল বাজারে সাশ্রয়ী দামে দারুণ ব্যাটারি ও ক্যামেরা সুবিধা। ছবি: mobiledokan.co

Symphony L48 বাটন মোবাইল এমন এক ফোন যেটি একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে তেমনি ব্যবহার উপযোগী। বিশেষ করে যারা স্মার্টফোনের জটিলতা পছন্দ করেন না বা শুধুমাত্র কল, মেসেজ এবং রেডিও শোনার জন্য একটি নির্ভরযোগ্য ফোন চান, তাদের জন্য হবে দারুন একটি মোবাইল। Symphony L48 এর বড় স্ক্রিন, মিউজিক বাটন, ফ্ল্যাশসহ ক্যামেরা এবং বেশি চার্জের ব্যাকআপ ব্যাটারি। সব মিলিয়ে এটি একটি অনেক ভালো ফোন। সেই সঙ্গে ডুয়েল সিম, কল ব্লকিং-এর মতো কার্যকর ফিচার পেয়ে যাবেন

Symphony L48 এখন বাজারে। কম বাজেটের মধ্যে যদি ভালো মানের একটি ফিচার ফোন খুঁজে থাকেন, তবে Symphony L48 হতে পারে আপনার জন্য। জুন ২০২৫-এ বাজারে আসা এই ফোনটি সাধ্যের মধ্যে প্রয়োজনীয় সব ফিচার দিয়েছে যার মাধ্যমে কথা বলার একটি দারুন অভিজ্ঞতা পাবেন। এটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য যাঁরা সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন খুঁজছেন তাদের জন্য কমদামী একটি মোবাইল।

Symphony L48 ফোনে রয়েছে একটি ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে যার রেজোলিউশন ২৪০x৩২০ পিক্সেল। স্ক্রিনটি ছোট হলেও ছবির মান ও টেক্সট স্পষ্ট দেখা যাবে, বিশেষ করে যারা চোখের সমস্যার জন্য ছোট লেখা পড়তে পারেন না তাদের জন্য বড় অক্ষরের ফোন এটি।

বহনযোগ্য ও সিম্পল ডিজাইন

ফোনটির ওজন ও ডাইমেনশন সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি, তবে এটি সহজে পকেটে বহনযোগ্য এবং হাতে ধরে চালাতে খুবই ভালো হবে। ফোনটি আপনি হাতের মুঠোয় ধরতে একটুও বিরক্তিবোধ করবে না।

এই ফোনটি ফিচার ফোন অপারেটিং সিস্টেমে চলে এবং RAM বা চিপসেট সংক্রান্ত ঝামেলা নেই ফোনটিতে। তবে আপনি ১৬ জিবি পর্যন্ত microSD কার্ড ব্যবহার করে ফোনবুক বা ছবি সংরক্ষণ করতে পারবেন। ফোনবুকে ১০০০টি নাম্বার সেভ রাখতে পারবেন।

Symphony L48 বাটন মোবাইল ক্যামেরা ও মিডিয়া

ফোনটিতে একটি ডিজিটাল ব্যাক ক্যামেরা রয়েছে সেখানে একটি ফ্ল্যাশও রয়েছে, যা সাধারণ ছবি তোলার জন্য ঠিকঠাক। ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও রয়েছে। সেলফি ক্যামেরা না থাকলেও এই রেঞ্জে এমন ফিচার এক্সপেক্ট করাও দু:সাহস হবে।

সাউন্ড ও বিনোদন

  • MP3 রিংটোন ও ভাইব্রেশন এলার্ট
  • ৩.৫ মিমি হেডফোন জ্যাক
  • ওয়্যারলেস FM রেডিও
  • ডেডিকেটেড মিউজিক কি

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার

Symphony L48-এ ব্লুটুথ, ওয়াই-ফাই কিংবা GPS পাবেন না, তবে যারা শুধুমাত্র কথা বলা, মেসেজ পাঠানো এবং রেডিও শোনার জন্য ফোন ব্যবহার করেন, তাদের জন্য এসব ফিচার অনুপস্থিতি কোন বিষয় না।

অতিরিক্ত ফিচার সমূহ:

  • কল ব্লক করার সুবিধা
  • ডুয়েল সিম স্ট্যান্ডবাই
  • microUSB 2.0 পোর্ট

ব্যাটারি পারফরমেন্স: সারাদিন চালানোর জন্য যথেষ্ট

১৮০০mAh লি-আয়ন রিমুভেবল ব্যাটারি দিয়ে একটি ফুল চার্জে আপনি বেশ কয়েকদিন ফোনটি ব্যবহার করতে পারবেন। যারা একদিন ফুল চার্জ দিয়ে অনেক সময় বা কয়েকদিন চালাতে চান তাদের জন্য হবে খুব ভালো মানের একটি মোবাইল।

আরো পড়ুন: Xiaomi Redmi K80 Ultra বাজারে এলো: কম দামে দুর্দান্ত গেমিং ফোন, জানুন সব ফিচার

Symphony L48 দাম কত?

এই ফোনটির দাম এখনো অফিসিয়ালি জানানো হয়নি, তবে এটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে “কম দামে ভালো ফোন” হিসেবে পাওয়া যাবে। Ink Black, Navy Blue, Dark Ash, এবং Sand Brown – মোবাইলটি আপনি চারটি রঙের দেখতে পারবেন। বেশি কালার ভ্যারিয়েন্ট থাকায় যেকোন একটি পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি।

Symphony L48-এ কি ইন্টারনেট ব্রাউজ করা যায়?

না, এই ফোনটিতে কোনো ব্রাউজার বা ইন্টারনেট সুবিধা নেই।

ফোনটির ব্যাটারি কত mAh?

এতে রয়েছে ১৮০০mAh রিমুভেবল Li-Ion ব্যাটারি।

কতটি নাম্বার ফোনবুকে রাখা যাবে?

১০০০টি নাম্বার ফোনবুকে সংরক্ষণ করা যাবে।

এই ফোনে কী রঙে পাওয়া যাবে?

Ink Black, Navy Blue, Dark Ash, Sand Brown এই চারটি রঙে।

Symphony L48-এ কি ব্লুটুথ আছে?

না, এই ফোনটিতে ব্লুটুথ সাপোর্ট নেই।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here