Oppo A3 Pro Price in Bangladesh, Full Specifications & Review
Oppo নিয়ে আসছে তাদের A সিরিজের নতুন মোবাইল ফোন Oppo A3 Pro. এই ফোনটিতে পাওয়া যাবে ৮ জিবি ও ১২ জিবি র্যামে এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। এই ফোনটি ৩টি পারফরম্যান্স এ বের হবে 8GB+256GB, 12GB+256GB, 12GB+512GB-তে।
ফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 7050 (6 nm) এবং এর কোর স্কোর Octa-core (2×2.6 GHz Cortex-A78 & 6×2.0 GHz Cortex-A55) এবং OS শুরু ভার্সন Android 14, ColorOS 14 থেকে তবে পরবর্তী আপডেট ও পাওয়া যাবে।
Oppo A3 Pro ফোনের ক্যামেরা 64+2 মেগাপিক্সেল যা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল। তবে ফোনটি ক্যামেরার দিক দিয়ে ভালো হবে।
Oppo A3 Pro ফোনে 5000 mAh এর ব্যাটারি সাথে 67W এর ফাস্ট চাজিং সেখানে 50% চার্জ হতে ২০ মিনিট সময় লাগবে। ফোনটি ৩টি কালারে আসবে কালো, পিন্ক, মিন্ট রঙে।
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।