Oneplus Ace 3V Specifications

Oneplus Ace 3V Specifications Revealed And Short Review

Oneplus আগামী মাসেই চীনের বাজারে Oneplus Ace 3V স্মার্টফোনটি আসবে বলে ঘোষণা করেছে। ওয়ান প্লাস ফোনের মধ্যে এটি হবে প্রথম স্ন্যাপ ড্রাগন 7+ জেনারেশন এর চিপসেট। কারণ এর আগে স্ন্যাপ ড্রাগন ৭ জেনারেশনের চিপসেট ব্যবহার করা হয়নি। তাই এই ফোনটি হবে ওয়ানপ্লাসের সর্বোচ্চ কনফিগারেশন।

২০২৩ সালে Oneplus Ace 2v এর মত Oneplus Ace 3v সাব-ফ্লাগশিপ সেগমেন্টে শীর্ষস্থানে পারফরম্যান্স সরবরাহ করবে বলে আশা করা যায়। চিনের একটি নিউজ এ এই নতুন ফোনটির একটি নতুন পোস্টার প্রকাশ করেছে এবং সেখানে দেখাইছে ওয়ান প্লাস ব্র্যান্ডটির ডিভাইস সর্বোচ্চ কনফিগারেশনে নিশ্চিত করেছে। নিচের ছবিটি দেখুন:

OnePlus Ace 3V Full Review 2024

  • ডিসপ্লে: OnePlus Ace 3V ফোনটিতে 1500 রেজুলেশন এর OLED স্ক্রিন এবং 120Hz এর ডিসপ্লের রিফ্রেশ রেট থাকবে বলে দাবি করেছেন Oneplus.
  • ক্যামেরা: OnePlus Ace 3V ফোনের সামনে ক্যামেরা থাকবে ৫০ মেগাপিক্সেল ও ফিছনের ক্যামেরা থাকবে ১৬ মেগাপিক্সেল এর। যেহেতু ওয়ান প্লাস ফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল সেহেতু ফোনটির ক্যামেরা অস্থির হবে। ওয়ান প্লাস ফোনের ক্যামেরা আইফোনের সাথে কম্পেয়ার করা যায়। তবে অবশ্যই দাম অনুযায়ী কম্পেয়ার করবেন।
  • RAM & ROM: OnePlus Ace 3V স্মার্টফোনের বর্তমান জেনারেশনে র‍্যাম থাকবে 16 GB LPDDR5x RAM এবং ফোনের স্টোরেজ 512 GB UFS 4.0 দিয়ে সজ্জিত থাকবে।
  • পারফরমেন্স: OnePlus Ace 3V কোনটিতে সর্বোচ্চ পারফরমেন্স ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন এর 7 জেনারেশন এর 3 প্রজন্ম Chipset ব্যবহার করা হয়েছে যেটি ওয়ানপ্লাস ব্র্যান্ডের মধ্য এটিই প্রথম। OnePlus Ace 3V এর ক্লাসে সবচেয়ে শক্তিশালী পারফরমেন্স কনফিগারেশন রয়েছে যা সম্পূর্ণ ক্ষমতায় সর্বোচ্চ পারফরমেন্স প্রকাশ করে।
  • ব্যাটারি: OnePlus Ace 3V ফোনের ব্যাটারি থাকবে 5500mAh এর এবং 100W fast changing. এই ফোনটির পারফরম্যান্স সর্বোচ্চ করার সাথে সাথেই তাদের ব্যাটারি লাইফ ও বাড়িয়েছে। একজন ব্যবহারকারী সর্বোচ্চ সময় ধরে মোবাইলটি ব্যবহার করতে পারবে।
  • স্পিকার: OnePlus Ace 3V ফোনটিতে ডুয়েল স্পিকার থাকবে যেটি দিয়ে গান ও মুভি এছাড়া গেমস খেলার সাউন্ড গুলো খুবই আকর্ষণীয় করবে।
  • ডিভাইস: OnePlus Ace 3V মোবাইল ফোনের ডিভাইসটি ColorOS 14 ব্যবহার করা হয়েছে এবং Android 14 ভার্সনে চলবে। এটি বর্তমান এবং শেষ ভার্সন যেটা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে।

OnePlus Ace 3V Price in Bangladesh 2024, Full Specs & Review

OnePlus Ace 3Vspecifications
DISPLAYOLED / 120Hz / 1.5K Resolution
PROCESSORSnapdragon 7+ Gen 3 chipset
MAIN CAMERA50MP
FRONT CAMERA16MP
RAM16 GB
STORAGE512 GB
BATTERYLi-Po 5500 mAh, non-removable, 100W changing
Released Date2024

তো বন্ধুরা এই ছিল Oneplus এর ফাঁস হওয়ার তথ্য। এছাড়া খুব তাড়াতাড়ি এই ফোনটির ফুল রিভিউ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ফোনটির দাম কত টাকা হবে এবং ফোনটির মার্কেট এর সকল বিস্তারিত পরবর্তী পোস্টে পাবেন তাই আমাদের গুগল নিউজটি ফলো করে রাখুন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *