kinemaster এর কোন টুলস দিয়ে green background remove

kinemaster এর কোন টুলস দিয়ে green background remove করা যায়?

Kinemaster এর Chroma Key টুলস দিয়ে green background remove করা যায়।

কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়?

আপনি খুব সহজে যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কাইনমাস্টার অ্যাপসটি দিয়ে। যদি আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকেন অথবা এক কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজেই এক ক্লিকে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। কাইনমাস্টার অ্যাপটি দিয়ে যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিও নেওয়ার জন্য প্রথমে Layer ক্লিক করুন। তারপর Layer থেকে Media Option ক্লিক করে আপনার সেই ভিডিওটি নিন।

Kinemaster Magic Remover Tools এর কাজ

ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি গ্রীন, লাল, কালো, বা ১টি মাএ কালার থাকে তাহলে আপনি ১টি ক্লিকেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওর উপর ক্লিক করলে সকল টুলস চলে আসবে ডান পাশে। টুলসগুলোর নিচের দিকে আসুন সেখানে লেখা আছে Magic Remover Tools. Magic Remover টুলস On করে দিলে অটোমেটিক আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।

Kinemaster Chroma Key Tools এর কাজ

ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি এক কালার না হয় তাহলে আপনি এই টুলস টি ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ভিডিওর ব্যাকগ্রাউন্ড এ যদি বিভিন্ন ধরনের গাছপালা বা রাস্তাঘাট ঘরবাড়ি ও ইত্যাদি এই সকল থাকে তাহলে আপনি Chroma Key টুলস ব্যবহার করবেন। তাহলে আপনি খুব সহজে নিখুঁতভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

কিভাবে Chroma Key টুলস ব্যাবহার করবেন?

যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটির পর ক্লিক করুন। ক্লিক করলে ডান পাশে সকল টুলস আসবে। আপনি নিচের দিকে যান তাহলে Chroma Key টুলস অপশন পেয়ে যাবেন। তারপর Chroma Key টুলসে ক্লিক করুন এবং ভিতরে Enable ক্লিক করে On করে দিন। তাহলে নিচে আপনি ৫টি আপসন পাবেন। তার মধ্যে ২টি টুলস হলো মানুষ ফোকাস ও ব্যাকগ্রাউন্ড ফোকাস। ওখানে বাড়ানো কমানো অপশন আছে। আপনার যেটুকু প্রয়োজন বাড়িয়ে বা কমিয়ে দিবেন।
তার নিচে আরো ৩টি টুল আছে:
1. Key Colour: এই টুলস টি ব্যবহার করে আপনি একটিমাত্র কালার রিমুভ করতে পারবেন। এটি ম্যাজিক টুলস এর মত কাজ করে। আপনি নির্দিষ্ট করে একটি কালার এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
2. Detail Curve: এই টুল ব্যবহার করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইসম্রুত করতে পারবেন। লাইট প কমানো বারানো যাবে।
3. Show Mask: এই টুলস দিয়ে চেক করে দেখতে পারবেন কোন অংশ রিমুভ হয়েছে এবং কোন অংশটুকু আপনার ভিডিওর উপর আছে এবং কোন অংশটুকু আপনার ভিডিওর উপরে আছে।


যেকোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাইনমাস্টার এর দুটি টুলস খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আপনি কাইনমাস্টার অ্যাপটি যদি ব্যবহার করে থাকেন আপনি এই দুটি টুলস অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আপনি খুব সহজে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া আপনি গ্রাফিক্স ডিজাইন ও করতে পারবেন। এবং আপনি শুধুমাত্র গ্রাফিক্স ভিডিও এডিটিং করতে পারবেন এই টুলসগুলো ব্যবহার করে।

লোগো ছাড়া কাইনমাস্টার ডাউনলোড

কাইনমাস্টার ওয়াটারমার্ক রিমুভ করা এপসটি সবাই ব্যবহার করতে চান। কিন্তু আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে থাকেন তাহলে ওয়াটারমার্ক যুক্ত থাকে। যেটি আপনাকে টাকা দিয়ে ওয়াটার মার্ক রিমুভ করতে হবে যেটা সবাই পারেনা। তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে কাইনমাস্টার লোগো ছাড়া ডাউনলোড করবেন। আপনি প্রথমে গুগল ক্রোমা বা যেকোন ব্রাউজার ওপেন করবেন সেখানে লিখে সার্চ করবেন ” Kinemaster Mod Apk” তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট যাবেন ডাউনলোড করার জন্য। তাই আপনি ওয়েবসাইট চেক করে করে দেখতে পারেন সেখানে অনেক ভার্সনের মুড অ্যাপস পেয়ে যাবেন। সেখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। মনে রাখবেন ডাউনলোড করার সময় আপনাকে ধরনের ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। সেগুলোই স্ক্রিপ করে করে এবং এডস গুলো কেটে দিয়ে মূল পেজ থেকে ডাউনলোডে ক্লিক করবেন তাহলেই আপনি খুব সহজে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

ভিডিও এডিট করার সফটওয়্যার

ভিডিও এডিট করার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হল কাইনমাস্টার। আপনি কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করে খুবই প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন এছাড়া আবেগ গ্রাফিক্স ভিডিও এডিটিং করতে পারবেন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *