Infinix Note 40 Pro Plus 5G Price, Features and Specifications 2024
অবশেষে ইনফিনিক্স নিয়ে আসছে মার্কেট কাঁপানো একটি নতুন ফোন Note 40 Pro Plus 5G. এই মাসেই মার্কেটে আসতে চলছে এই মোবাইল ফোনটি। মোবাইল ফোনে রয়েছে দারুণ সকল ফিচার ও ডিজাইন।
Infinix note 40 pro+ 5g review
Infinix note 40 pro plus এর পর নতুন করে নিয়ে আসছে Infinix note 40 pro+ 5g. ইনফিনিক্স ফোন হল গরিবের স্বপ্নে পূরণ করা। তার কারণ হলো অল্প দামে বেস্ট কোয়ালিটি বেস্ট মোবাইল ফোন দিয়ে থাকে এই কোম্পানিটি। ইনফিনিক্স আসলে অল্প দামের মোবাইল ফোন গুলো তৈরি করে থাকেন কিন্তু তারা মার্কেট কাঁপানোর জন্য বেস্ট কোয়ালিটির স্বল্প মূল্যে নিয়ে আসছে Infinix note 40 pro+ 5g.
Infinix Note 40 Pro Plus 5G Battery & Charger
Note 40 Pro Plus 5G ফোনে থাকবে 5000mAh এর ব্যাটারি ও 100W Fast Charging. ৫০% চার্জ হতে সময় লাগবে ১৫ মিনিট ও ১০০% হজে লাগবে ৩০ মিনিট এর থেকে একটু বেশি। তবে এই ফোনটিতে ১০০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং বসানো হয়েছে। এদিক দিয়ে বেস্ট কোয়ালিটি চার্জিং সিস্টেম।
Infinix Note 40 Pro Plus 5G Network
Infinix Note 40 Pro Plus 5G ফোনে ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। তাই আর নেটওয়ার্ক নিয়ে আলোচনা না করাই ভালো। কারণ বুঝতে তো পারছি নি ফোনটি 5g নেটওয়ার্কে মার্কেটে আসবে এবং ফাইভ জি স্পিডে ব্যবহার করতে পারবেন।
Infinix Note 40 Pro Plus 5G Camera
Infinix Note 40 Pro Plus 5G এর সামনের ক্যামেরা 108+2+2 মেগাপিক্সেল ও ফিছনের ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে। কিন্তু যে বাজেটে এই ফোনটি মার্কেটে আসতেছে সেহেতু আরো একটু ক্যামেরা ভালো করার দরকার ছিল। তাই যদি ক্যামেরা কথা বলি তাহলে মোটামুটি।
Infinix Note 40 Pro Plus 5G RAM & ROM
Infinix Note 40 Pro Plus 5G ফোনে থাকবে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি রোম এবং সাথে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে সাধারণত ইনফিনিক্স মোবাইল ফোন এ র্যাম একটু বেশি দিয়ে থাকে যা নামে হয় কাজে না। কিন্তু এই ফোনটিতে রিয়েল র্যাম Helio G99 চিপস রয়েছে। এবং তার সাথে মিলিয়ে ২৬৫জিবি রোম ভালোই ম্যাচ করেছে।
Infinix Note 40 Pro Plus 5G Processor
Infinix Note 40 Pro Plus 5G ফোনে Mediatek MT8781 Helio G99 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাই ফোনের পারফরমেন্স মোটামুটি কাজ করবে। কারণ যে বাজেটে ফোনটি আসতেছে এখানে যদি স্ন্যাপ ড্রাগন এর প্রসেসর ব্যবহার করা হতো তাহলে ফোনটি খুবই স্টং হতো।
Infinix Note 40 Pro Plus 5G Display
Infinix Note 40 Pro Plus 5G এর ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি হওয়ায় ফোনটি হাতে রাখা দিক দিয়ে ভালো। কারন ইনফিনিক্স ফোন গুলো একটু বড় হয়ে থাকে। কিন্তু এই ফোনটি ততটা বড় করে নাই যার কারণে ফোনের সাইজ মিডিয়াম রাখা হয়েছে একজন্য দেখতে ও ধরে ব্যাবহার করতে ভালো ফিল করবে ব্যবহারকারী। এছাড়া ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। AMOLED capacitive touchscreen, 16M colors রয়েছে। রেজুলেশন 1080 x 2400 pixels.
- ২০২৪ সালের সেরা ১০টি রিয়েলমি ফোন লিস্ট
- Vivo Y200e 5G নতুন মোবাইল ফোন 2024 ফুল রিভিউ
- ২০২৪ সালের মার্কেট কাপানো 28000 mAh এর মোবাইল ফোন Energizer P28K মাএ ১২ হাজারে
- মার্কেটে আসছে সি-সিরিজের স্যামসাং গ্যালাক্সি সি৫৫ মোবাইল ফোন রয়েছে ৫জি ও ফাস্ট চার্জিং
বিস্তারিত: Infinix Note 40 Pro Plus 5G ফোনটি চায়না কোম্পানি থেকে বের হবে মার্কেটে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইডে এবং OS এর Android 13 ভার্সনে বের হবে। কিন্তু বর্তমানে Android 14 আসতেছে তাই লং টাইম ব্যবহার করার জন্য যদি ভার্সনটা বর্তমানে নিয়ে আসতো তাহলে আরো ভালো হতো।
Infinix Note 40 Pro Plus 5G Price
এখনো সঠিক দাম দেওয়া হয় নাই তবে ধারনা করা যায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা হতে পারে।
Infinix Note 40 Pro Plus 5G Price in Bangladesh
তো বন্ধুরা আপনি যদি অল্প বাজেটের মধ্য ভালো মানের একটি মোবাইল ফোন কিনতে চান তাহলে Infinix Note 40 Pro Plus 5G এই ফোনটি মার্কেটে দেখতে পারেন। আশা করি আপনার পছন্দ হবে কারণ অল্প বাজেটের মধ্য অনেক ফিচার পাবেন এবং চার্জিং সিস্টেমটাও অনেক ফাস্ট পাবেন।
সর্বশেষে:
এই ধরনের সকল মোবাইল এর সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।