Honor নিয়ে আসছে সবার জন্য স্বল্প বাজেটে সেরা স্মার্টফোন। ফোনটির মডেল Honor X7b 5G তাতে রয়েছে 8GB RAM & 256GB ROM কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এই ফোনটি মার্কেটে এনাউস করা হয়েছে ৪ এপ্রিল ২০২৪ সালে তবে বাজারে শীঘ্রই লঞ্চ করা হবে।
Honor X7b 5G ফোনে রয়েছে বড় একটি ব্যাটারি 6000mAh এর সাথে 35W এর চার্জিং সমর্থন করে। এই ফোনটি মার্কেটে ৫জি নেটওয়ার্কে লঞ্চ করা হবে। মোবাইল ফোনটির প্রসেসর ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6020 এবং 87.03% কার্প ডিসপ্লে সাথে 90Hz এর রিফ্রেস রেট।
ক্যামেরা পাচ্ছেন পিছনে ট্রিপল মেইন ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল সাথে আরো দুটো সেন্সর সহ ২+২ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেল তবে এখানে একটু বেশি মেগাপিক্সেল দিলে ভালো হত। 2K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।
আমরা দ্রুত এই ফোনের দাম জানিয়ে দিব তাই আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন🚀
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।