Realme নিয়ে আছে তাদের নতুন মডেলের নতুন ফোন Realme C65. স্মার্টফোনটি এপ্রিল মাসে লাঞ্চ করবে বলে আশা করা যায়। ফোনটি বের হবে ৬জিবি ও ৮জিবি র্যামে যার দাম আসতে পারে মিড-রেন্জের মধ্যে। এছাড়া স্টোরেজ পাবেন ১২৮জিবি ও ২৫৬ জিবি করে। তাই আপনার বাজেট যদি ২০ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন।
Realme C65 ফোনে মোটামুটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যেহেতু মিড-রেন্জের মধ্যে। ফোনে Mediatek MT6769Z Helio G85 (12nm) এর চিপসেট। 5000mAh এর ব্যাটারি সাথে ফাস্ট চাজিং 45W এর।
ফোনটি দুটি কালারে বের হবে। এই ফোনটির ক্যামেরা মোটামুটি পাওয়া যাবে যেমন মেইন ক্যামেরায় পাচ্ছেন ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এর সেন্সর ক্যামেরা ও সেলফি ক্যামেরা পাবেন ৮ মেগাপিক্সেল এর। তবে ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন।
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।