How do I use VPS on Google Maps – ভি. পি. এস. কি
What is VPS visual positioning system
আমাদের দৈনন্দিক জীবনে পথ চলার জন্য চলে আসছে google ম্যাপস VPS ভার্চুয়াল পজিশন সিস্টেম। যার সাহায্যে আপনি যে কোন দেশে বা কোন শহরে একাই পথ চলতে পারবেন। হারানোর কোন সম্ভাবনা নেই। কারণ বর্তমানে গুগল যে ভার্চুয়াল পজিশন সিস্টেম নিয়ে এসেছে সেটির সাহায্যে আপনি একাই পথ চলতে পারবেন।
শুধুমাত্র আপনার স্মার্টফোনের মাধ্যমে। অনেক সময় আছে আমাদের নিজেদেরকে অপরিচিত জায়গায় যেতে হয়। বা যে কোন কাজের প্রয়োজনে আমাদেরকে বাইরে যেতে হয় কিন্তু আমরা সেই পথটি চিনি না। অচেনা পথের জন্য এখন থেকে আপনার সঙ্গী হবে গুগল ম্যাপস। তবে google ম্যাপসে শুধুমাত্র আপনাকে লোকেশন দেখানোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যেত। এখন আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে পথ চলতে পারবেন।
ভি. পি. এস. ও জি. পি. এস. এর মধ্যে পার্থক্য
ভি. পি. এস. থেকে জি. পি. এস. ভিন্ন। জিপিএস এর সাহায্যে আমরা ম্যাপের একটি চিহ্নিত করতাম। এবং সে চিহ্নিত জায়গা নীল আকারে থাকতো। কিন্তু আমরা বারবার আটকে যেতাম। কারণ জিপিএস এর সাহায্যে আমরা শুধু এক স্থান থেকে অন্যস্থান কত দূরত্ব এবং কোন পথ দিয়ে যাইতে হবে সেটি দেখতে পারতাম।
কিন্তু পথ চলার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকগুলো পথ থাকার কারণে আমাদের চিনতে অসুবিধা হয়। আপনি যদি ঢাকার শহর অথবা যে কোন শহরে যান সেখানে অলিগলি থাকে যার কারণে আমরা পথগুলো খুঁজে পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু এখন থেকে আপনি ভিপিএস এর সাহায্যে আপনার স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে আপনি পথ খুঁজে পাবেন।
- ৬জি ইন্টারনেট চালু করতে বিশ্বের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
- টেলিটক নিয়ে আসছে ই-সিম – টেলিটক ই-সিম ব্যাবহার পদ্ধতি
- Islami Bank ATM: কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সিস্টেম
ভি. পি. এস. কি?
ভি পি এস এর পূর্ণরূপ হল ভার্চুয়াল পজিশন সিস্টেম। আপনি এই ভার্চুয়াল পজিশন সিস্টেমের সাহায্যে আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে যেকোনো পথ খুঁজে দেবে আপনাকে। আপনি শুধু আপনার লোকেশন নির্ধারণ করবেন এবং ক্যামেরাটি ওপেন করে রাখবেন তারপর সামনে আপনার ফোনটি রেখে পথ দিয়ে হাঁটবেন অথবা আপনি গাড়িতে যাবেন। আপনাকে ক্যামেরার সাহায্যে দেখিয়ে দিবে আপনাকে কোন পথে যেতে হবে। তাই এক কথায় বলা যায় যে আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরা সাহায্যে আপনাকে আপনার লোকেশনের যে পথটি সে পথটি খুঁজে বের করে দিবে।
কিভাবে ভি. পি. এস. এর কাজ করবেন
প্রথমে আপনাকে আপনার গুগল ম্যাপে যেতে হবে। সেখানে প্রথমে জিপিএস এর সাহায্যে আপনার লোকেশন বা জায়গা নির্ধারণ করে নিতে হবে। আপনি জিপিএস এর সাহায্যে শুধুমাত্র আপনার লোকেশন টি সিলেক্ট করে নিবেন। এখানে অসুবিধা হলো আপনি জিপিএস এর মাধ্যমে বাস্তব চিত্র দেখতে পারছেন না।
কিন্তু আপনি যদি vps ব্যবহার করেন তাহলে আপনি বাস্তব চিত্র দেখতে পারবেন আপনার মুঠোফোনের সাহায্যে। আপনি গুগল ম্যাপ থেকে আগে আপনার লোকেশন সিলেক্ট করে নেবেন তারপর ভি. পি. এস. এর ক্যামেরাটি ওপেন করবেন। আপনার ফোনের ক্যামেরায় আপনাকে দেখে দিবে আপনি কোন পথে যাবেন।
ফোনটি আপনার সামনের দিকে রাখবেন এবং ক্যামেরাটি মধ্য আপনার পথটি রেখে দেবেন। এবং আপনার ক্যামেরায় আপনাকে বিভিন্ন আকারে চিহ্ন তো দিয়ে বুঝিয়ে দেবে আপনাকে কোন দিকে যেতে হবে।
বন্ধুরা আপনারা বড় বড় শহরে গিয়ে বড় বড় দালানকোঠার মধ্যে আর হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। আপনি এখন থেকে একাই পথ চলতে পারবেন গুগল ম্যাপস এর সাহায্যে। বন্ধুরা এখন থেকে আপনারা জিপিএস এর সাথে ভিপিএস যুক্ত করে পথটি খুব সহজে চলতে পারবেন। বন্ধুরা এই ইনফরমেশনটি কেমন লাগলো আপনাদের কাছে যদি আপনি এই ধরনের আরও ইনফরমেশন জান তাহলে আমাদের গুগল নিউজটি ফলো করে রাখতে পারেন।