সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও কি কি কাগজপত্র লাগে? সুবিধা, অসুবিধা
মানুষের জীবন বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। অনেকে অভাবের মধ্যে কাটে অনেকে বিলাসিতার মধ্যে কাটে। তাই জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য মানুষ কঠোর পরিশ্রম করে। এই পরিশ্রমের মাধ্যমে সকলেই সফলতা অর্জন করতে চায়। তাই কিছু ভবিষ্যৎ পরিকল্পনারও প্রয়োজন আছে। তাই ব্যাংক আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিচে সোনালী ব্যাংকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সূচিপত্রঃ
- সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও কি কি কাগজপত্র লাগে? সুবিধা, অসুবিধা
- সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
- সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্ট কি?
- সোনালী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
- অ্যাপস ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম
- সোনালী ব্যাংক একাউন্টে খুলতে কত টাকা জমা দিতে হবে
- সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট ইন্টারেস্ট রেট
- সোনালী ব্যাংকে লোন নিতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে
- সোনালী ব্যাংক হেল্পলাইন
- সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানা
সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
আপনারা যারা বিভিন্ন পেশায় বা বিভিন্ন ব্যবসায় নিয়োজিত আছেন তাদের অবশ্যই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলাটা গুরুত্বপূর্ণ। এতে করে আর্থিক ক্ষতিগ্রস্ত অনেকটা কমে যায়। তাই অ্যাকাউন্ট করতে হলে একটি আবেগ ফরম পূরণ করে আবেদন করতে হবে। এটি অনলাইন বা প্রতিটি শাখায় পাওয়া যায়। এখানে যে ধরনের একাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট উল্লেখ করতে হবে।
সোনালী ব্যাংক অ্যাকাউন্টের ধরন
- সাধারণ সেভিংস একাউন্ট
- প্রবাসী সেভিংস একাউন্ট
- স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট
- সোনালী ডেভেলপমেন্ট সেভিংস একাউন্ট (এসডিএসএ)
- সোনালী ওয়ার্কার্স সেভিংস একাউন্ট
- সোনালী সিনিয়র সেভিংস একাউন্ট
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে
- জাতীয় পরিচয় পত্র ফটোকপি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ফটোকপি
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- নমিনের জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট
- নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি
- ব্যবসা সংক্রান্ত একাউন্ট খুলতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স এর ফটোকপি প্রদান করতে হবে
- শুধুমাত্র সেভিংস একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন ১১০০ টাকা জমা দিতে হয়
উক্ত কাগজপত্র নিয়ে নিজস্ব শাখায় যেতে হবে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম – IBBL Account Create 2024
সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্ট কি?
সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট দুটিই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। সেভিংস একাউন্ট হলে ব্যক্তিগত একাউন্ট এখানে নিজের ইচ্ছামতোই টাকা ট্রান্সফার বা টাকা জমা দেওয়া যায় এবং নিজের ইচ্ছামত টাকা উত্তোলন করা যায়।
কারেন্ট একাউন্ট হলো ব্যবসায়িক একাউন্ট। এটি অনলাইন বা চেকের মাধ্যমে লেনদেন করা খুবই সহজ। এখানে কোন ধরনের ঝুঁকি বা মার যাওয়ার কোন ভয় নেই।
সোনালী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
আপনি তিনটি নিয়মে একাউন্ট চেক করতে পারবেন। যেমন, ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম ব্যবহার করে অথবা ব্যাংকের শাখায় সরাসরি গিয়ে চেক করতে পারবেন।
১. ইন্টারনেট ব্যাংকিং
ইন্টারনেট ব্যাংকিং একটি সহজ ধাপ এটি অ্যাপসের মাধ্যমে হাতের স্মার্টফোন দিয়েই ব্যালেন্স চেক করতে পারবেন। সোনালী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং নাম: Sonali e-Wallet
২. এটিএম ব্যবহার করে
অ্যাকাউন্ট খোলার পর ব্যাংক থেকে এটিএম কার্ড আবেদন করে কার্ডটি সংগ্রহ করে যেকোনো শাখা ও শাখার এটিএম থেকে টাকা তুলতে পারবেন এবং ব্যালেন্স চেক করতে পারবেন।
৩. শাখা ব্যাংক
সরাসরি ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
অ্যাপস ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রথমে গুগল প্লে স্টোর নিচে থেকে সোনালী ই-সেবা অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
সোনালী ব্যাংক একাউন্ট অনলাইনে খুলতে কি কি লাগে
- একটি স্মার্ট ফোন
- NID কার্ড বা জন্ম সনদ এর মূল কপি
- মোবাইল নম্বর
- এপসে গিয়ে “My Account” ট্যাপ করুন এবং বিকল্পে ক্লিক করুন
- এনআইডি বা জন্ম সনদ নাম্বার, নাম, ঠিকানা, মোবাইল নম্বর সুন্দর করে লিখে দিন
- এনআইডি কার্ড অথবা জন্ম সনদ স্ক্যান করুন এবং আপনার ছবি তুলুন
- মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি দিয়ে ভেরিফাই করুন। ভেরিফাই হয়ে গেলে একটি কনফারমেশন মেসেজ আপনাকে পাঠানো হবে।
সোনালী ব্যাংক একাউন্টে খুলতে কত টাকা জমা দিতে হবে
শুধুমাত্র সেভিংস একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন ১১০০ টাকা জমা দিতে হয়। সোনালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য কোন নির্দিষ্ট ফি জমা দেওয়ার কোন উল্লেখ নেই। তবে আবেগ ফরম পূরণ করার সময় কিছু নগদ অর্থ প্রয়োজন হতে পারে। তবে ব্যাংকের নিয়ম কানুন অনুযায়ী কত টাকা লাগতে পারে সেটি ব্যাংকের লোকের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন।
সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট ইন্টারেস্ট রেট
সেভিংস একাউন্ট নাম | ইন্টারেস্ট রেট |
---|---|
সাধারণ সেভিংস একাউন্ট | 5.00% – 6.50% হার |
সোনালী ডেভেলপমেন্ট সেভিংস একাউন্ট (এসডিএসএ) | 6.00% – 7.00% হার |
প্রবাসী সেভিংস একাউন্ট | 6.50% – 7.50% হার |
সোনালী ওয়ার্কার্স সেভিংস একাউন্ট | 6.00% – 7.00% হার |
সোনালী সিনিয়র সেভিংস একাউন্ট | 6.50% – 7.50% হার। |
স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট | 5.00% – 6.50% হার |
সোনালী ব্যাংকে লোন নিতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে
আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্থিক অসুবিধা দেখা দিতে পারে। তাই টাকার প্রয়োজন এর জন্য সোনালী ব্যাংক থেকে আপনারা লোন গ্রহন করতে পারেন। নিচে প্রয়োজনীয় কাগজ পত্র ও আবেদনের বিস্তারিত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
- ১। ব্যাংকের লোন গ্রহণের জন্য লোন গৃহীতার অবশ্যই ব্যংকে একাউন্ট থাকতে হবে।
- ২। সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং পূরণ করতে হবে।
- ৩। জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট সংযুক্ত করতে হবে
- ৪। বিদ্যুৎ বিলের কাগজ পানি বিলের কাগজ টেলিফোন ফোনের বিলের কাগজ নাম্বার ভোটার আইডি কার্ড ইত্যাদি দাখিল করতে হবে।
- ৫। ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংকের স্টেটমেন্ট এবং আয়কর সংযুক্ত করতে হবে।
- ৬। ঋণের পরিমাণ অনুযায়ী জামানত কাগজপত্রের জন্য সম্পত্তির দলিল বা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে।
- ৭। সম্পত্তি মালিকানার প্রমাণপত্র হিসেবে অনুমোদন বা খতিয়ান দাখিল করতে হবে।
- ৮। ১০ থেকে ১৫ দিন সময় লাগে লোন পাস হতে।
- ৯। গৃহীতাকে মাসিক কিস্তিতে অথবা বাৎসরিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে।
সোনালী ব্যাংক হেল্পলাইন
আপনি যেকোনো তথ্যের জন্য সরাসরি ফোন নম্বরে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ছাড়া সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে হেল্প নিতে পারবেন।
সোনালী ব্যাংক হেল্পলাইন মোবাইল নম্বর – sonali bank helpline number
সোনালী ব্যাংক হেল্পলাইন মোবাইল নম্বর: Phone Number +8809610016639 PABX :0257161080-88 FAX – 88-02-9561410, 88-02-9552007
sonali bank hotline number
sonali bank hotline number: 16639
সোনালী ব্যাংক হেল্পলাইন ইমেল ঠিকানা
Chairman | chairmansbl@sonalibank.com.bd |
MD & CEO | ceosbl@sonalibank.com.bd |
MD. AFZAL KARIM (DMD-1) | mdafzalkarim8360@sonalibank.com.bd |
MD. ZAHIDUL HAQUE (DMD-2) | zahidul.haque@sonalibank.com.bd |
MD. ABDUL MANNAN (DMD-3) | mannan@sonalibank.com.bd |
MD. MURSHEDUL KABIR (DMD-4) | dmdmkabir@sonalibank.com.bd |
সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানা
সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানা www.sonalibank.com.bd