
সোনালী ব্যাংকে এফডিআর এবং ফিক্সড ডিপোজিট সুদের হার কত
আপনি যদি সোনালী ব্যাংকে আপনার নিজের টাকা আমানত হিসেবে রাখতে চান এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে তাহলে আজকের পোস্টটি আপনি সম্পূর্ণ দেখে নিবেন। আজকের পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কত টাকা রাখলে সোনালী ব্যাংক কত টাকা মুনাফা অর্থাৎ সুদ দেয়। এবং আপনি কত দিনের জন্য ব্যাংকে টাকা রাখলে বেশি মুনাফা পাওয়া যায়।
বর্তমান সোনালী ব্যাংকে আপনি দুটি মাধ্যমে আপনার টাকা আমানত রাখতে পারবেন। অর্থাৎ একটি হল ফিক্সড ডিপোজিট করে রাখার এবং অন্যটি হলো কিছু সময়ের জন্য এফডিআর করা। এখন কোনটা করলে আপনার জন্য ভালো হবে সেটারও একটি সাজেস্ট আজকের এই পোস্ট থেকে পাবেন।
সোনালী ব্যাংকে এফডিআর মুনাফা কত
বর্তমান সোনালী ব্যাংকে আগের থেকে কিছু শতাংশ মুনাফা বাড়িয়েছে। এখন আপনি যদি এফডিআর করতে চান সোনালী ব্যাংকে তাহলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি মুনাফা পাবেন সেটি হল ৭.৫০% থেকে ৮.৭৫% পর্যন্ত।
স্থায়ী/ মেয়াদী আমানত(এফডিআর):
আমানতের বিবরণ | বিদ্যমান সুদহার | পুনঃনির্ধারিত সুদহার |
---|---|---|
ক) ৩ মাস ও তদূর্ধ্ব কিন্তু ৬ মাসের কম | ৭.৫০% | ৮.২৫% |
খ) ৬ মাস ও তদূর্ধ্ব কিন্তু ১ বছরের কম | ৭.৭৫% | ৮.৫০% |
গ) ১ বছর ও তদূর্ধ্ব কিন্তু সর্বোচ্চ ৩ বছর | ৮.০০% | ৮.৭৫% |
১. আপনি যদি তিন মাস অথবা ছয় মাসের কম মেয়াদের এফডিআর করে থাকেন তাহলে আপনি মোট মুনাফা পাবেন ৭.৫০% থেকে ৮.২৫% পর্যন্ত। এখন আপনি চাইলে তিন মাস, চার মাস, পাঁচ মাস অথবা ছয় মাসের জন্য এই প্রথম এফডিআর করতে পারেন। তবে আপনি যে কয় মাসের জন্য এফডিআর করবেন সেই মেয়াদ অনুযায়ী কিন্তু আপনাকে মুনাফা প্রদান করবেন।
ধরুন আপনি তিন মাসের জন্য ১০০০ টাকার এফডিআর করেছেন তাহলে আপনি মোট টাকা পাবেন মুনাফা সহ ১০৭৫ টাকা যদি ৭.৫০% আপনাকে দেয়। অর্থাৎ অনেকেই কিন্তু চিন্তা করেন ভাব ভেবে থাকেন যে এই ৭.৫০% হয়তো প্রতি মাসে দেবে কিন্তু এটা না আপনাকে আপনার টাকার উপর নির্ভর করে ৭.৫০% ওই তিন মাস মেয়াদে পরেই প্রদান করবে। তাহলে মোট তিন মাসে আপনি ৭.৫০% মুনাফা পাবেন।
২. আপনি যদি ৬ মাস বা ১ বছরের কম সময়ের মধ্য এফডিআর করতে চান তাহলে আপনাকে মুনাফা দেওয়া হবে ৭.৭৫% থেকে ৮.৫০%। আর এই এফডিআর টি মিনিমাম ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ৯ মাস, ১০ মাস অথবা ১১ মাসের জন্য করতে পারবেন।
ধরুন আপনি ৬ মাসের জন্য ১০০০ টাকা এফডিআর করছেন তাহলে আপনি আপনার ওই ১০০০ টাকায় মুনাফা পাচ্ছেন 7.75 শতাংশ তাহলে আপনি আপনার ওই ১০০০ টাকার সাথে ছয় মাস পর মোট টাকা পাবেন ১০৭৭.৫০ টাকা।
৩. আপনি যদি এক বছর অথবা সর্বোচ্চ তিন বছরের মধ্য এফডিআর করতে চান তাহলে আপনাকে সোনালী ব্যাংক থেকে মুনাফা প্রদান করবেন ৮% থেকে ৮.৭৫ পার্সেন্ট। তাই আপনি এক বছর অথবা তিন বছরের মধ্য যেকোনো একটি সময়ের এফডিআর করতে পারবেন। আর আপনার সময় অনুযায়ী আপনি কত পারসেন্ট মুনাফা পাবেন সেটি নির্ধারণ করা হবে।
সোনালী ব্যাংকে এসএনডি মুনাফা কত শতাংশ
সোনালী ব্যাংকে আপনি চাইলে ফিক্স ডিপোজিট করে টাকা রাখতে পারেন সে ক্ষেত্রে আপনার টাকার উপর নির্ভর করে কত শতাংশ মুনাফা পাবেন সেটি প্রদান করেন। তবে আপনি যদি ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনাকে প্রতি মাসে মাসে এই এসএনডি মুনাফা প্রদান করবেন।
স্পেশাল নোটিস ডিপোজিট (এসএনডি):
আমানতের বিবরণ | বিদ্যমান সুদহার | পুনঃনির্ধারিত সুদহার |
---|---|---|
ক) ১.০০ কোটি টাকার কম | ২.৫০% | ৩.০০% |
খ) ১.০০ কোটি ও তদূর্ধ্ব কিন্তু ২৫.০০ কোটির টাকার কম | ৩.২৫% | ৩.৭৫% |
গ) ২৫.০০ কোটি ও তদূর্ধ্ব কিন্তু ৫০.০০ কোটির টাকার কম | ৩.৭৫% | ৪.২৫% |
ঘ) ৫০.০০ কোটি ও তদূর্ধ্ব কিন্তু ১০০.০০ কোটির টাকার কম | ৪.৫০% | ৫.০০% |
ঙ) ১০০.০০ কোটি টাকা ও তদূর্ধ্ব | ৫.০০% | ৫.৫০% |
আপনি সোনালী ব্যাংকে পাঁচটি খাতে ফিক্সড ডিপোজিট টাকা রাখতে পারবেন। প্রথমত আপনি যদি এক কোটি টাকার কম রাখেন সেটা হতে পারে কয়েক লক্ষ অথবা কয়েক হাজার টাকা তাহলে আপনাকে প্রতিমাসে মুনাফা প্রদান করবেন ২.৫০% থেকে ৩ পার্সেন্ট পর্যন্ত। আর আপনি যদি এক কোটি টাকার বেশি অর্থাৎ আপনি যদি ২৫ কোটি টাকার কম এর মধ্য টাকা রাখেন তাহলে আপনাকে দিবে ৩.২৫% থেকে ৩.৭৫ পার্সেন্ট পর্যন্ত।
আপনি যদি ২৫ কোটি টাকার বেশি অথবা ৫০ কোটির নিচে ফিক্স ডিপোজিট হিসেবে রাখতে চান তাহলে আপনাকে প্রতি মাসে মুনাফা প্রদান করবেন ৩.৭৫ পার্সেন্ট থেকে ৪.২৫ পার্সেন্ট পর্যন্ত। আর আপনি যদি ৫০ কোটি টাকার বেশি এবং ১০০ কোটি টাকার নিচে রাখেন তাহলে আপনাকে প্রতি মাসে মুনাফা প্রদান করবেন ৪.৫০ পার্সেন্ট থেকে ৫ পার্সেন্ট পর্যন্ত। আর আপনি যদি ১০০ কোটি টাকার বেশি রাখেন তাহলে আপনার টাকার অনুপাতে মুনাফা সুদ প্রদান করবেন ৫% থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত।
তবে এখানে কথা হচ্ছে আপনি যদি ফিক্সড ডিপোজিট হিসেবে রাখতে চান টাকা তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে পাঁচ বছর, দশ বছর অথবা ১৬ বছরের জন্য করতে হবে। আপনি এই সময়ের মধ্যে এই টাকা তুলে নিতে পারবেন না। তাই চিন্তাভাবনা করে এই ফিক্স ডিপোজিট করবেন।
যদি আপনার কম টাকা থাকে এবং সেটি ব্যাংকে রাখার প্রয়োজন হয় তাহলে আপনি স্বল্প মেয়াদী এফডিআর করতে পারেন। এখানে আপনি কয়েক মাসের জন্য কয়েকটি এফডিআর খুলতে পারবেন। সেখানে আপনি ভাগ করে করে টাকা রাখতে ও পারবেন। তবে যদি আপনার টাকা বেশি হয়ে থাকে তাহলে আপনি ফিক্সড ডিপোজিট হিসেবে রাখতে পারেন।
- সেরা ৬টি ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার – বাংলাদেশি ব্যবসায়িদের জন্য
- বেসিক ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ২০২৪ সালের ৫ই নভেম্বর এই মুনাফা শতাংশের ঘোষণা করেন। এরপর থেকে তারা এখন পর্যন্ত কোন আপডেট জানায়নি তার মানে হল তাদের আগের নিয়মেই আপনি বর্তমান ফিক্স ডিপোজিট অথবা এফডিআর করতে পারবেন।