হ্যালো বন্ধুরা, আর সে পহেলা বৈশাখ আরে পহেলা বৈশাখের দিনে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, ভাইবোন ও প্রিয়জনদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান ব্যানার তৈরি করে নিজের ছবি দিয়ে। আপনি নিজের ছবি দিয়ে খুব সহজেই এক মিনিটে আপনার পছন্দমত একটি ব্যানার তৈরি করে নিতে পারবেন পহেলা বৈশাখের জন্য।
পহেলা বৈশাখের শুভেচ্ছা ব্যানার ডিজাইন ২০২৪
শুভ নববর্ষের শুভেচ্ছা ব্যানার তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি ইন্সটল করতে পারেন অথবা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:
- Top 60+ Poila Baisakh Wishes 2024 : SMS, বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩১, মেসেজ পাঠান বন্ধুদের
- 20+ Best Pohela Boishakh Pic 2024 – শুভ নববর্ষ, পহেলা বৈশাখ
প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করার পর “Open” করুন এবং সকল পারমিশন এলাউ করে দিন।
এপস ওপেন করুনতার পর দুটি অপসন পাবেন
1. Portrait Frame
2. Landscape Frame
১. Portrait Frame: প্রোটেড ফ্রেম মানে ফুল স্কীন ফটো এডিটিং।
- তাই আপনি Portrait Frame বাটনে ক্লিক করুন।
- তার পর হোপ পেজে অনেক ফ্রেম পাবেন সেখান থেকে আপনার পছন্দের ফ্রেম এর ওপর ক্লিক করুন।
- তারপর নিচে ডানে একটা “More Icon” পাবেন সেখানে ক্লিক করুন।
- সেখানে অনেক অপসন আসবে সোখানে “Gallery” বাটনে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করুন।
- তারপর ২ আঙুল দিয়ে ছবিটি ছোট বা বড় করে সাজিয়ে নিন।
- সাজানোর পরে নিচে আবার More Icon বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার ছবিটি “Download” বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
- যদি ডাউনলোড না হয় তাহলে আপনি “Share” বাটনে ক্লিক করুন।
- এবং আপনার ” My File ” অপসন খুজে বের করে ” Save To My File তে ক্লিক করুন।
- তারপর আপানর ফাইলের মধ্যে যাবে আপনি যেকোন ফোল্ডারে সেভ করতে পারবেন।
২. Landscape Frame মানে ছোট সাইজের ফটো এডিটিং করা।
- তাই আপনি Landscape Frame বাটনে ক্লিক করুন।
- তার পর হোপ পেজে অনেক ফ্রেম পাবেন সেখান থেকে আপনার পছন্দের ফ্রেম এর ওপর ক্লিক করুন।
- তারপর নিচে ডানে একটা “More Icon” পাবেন সেখানে ক্লিক করুন।
- সেখানে অনেক অপসন আসবে সোখানে “Gallery” বাটনে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করুন।
- তারপর ২ আঙুল দিয়ে ছবিটি ছোট বা বড় করে সাজিয়ে নিন।
- সাজানোর পরে নিচে আবার More Icon বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার ছবিটি “Download” বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
- যদি ডাউনলোড না হয় তাহলে আপনি “Share” বাটনে ক্লিক করুন।
- এবং আপনার ” My File ” অপসন খুজে বের করে ” Save To My File তে ক্লিক করুন।
- তারপর আপানর ফাইলের মধ্যে যাবে আপনি যেকোন ফোল্ডারে সেভ করতে পারবেন।